welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিপর্যয় মোকাবিলা ও উন্নয়ণ প্রকল্প

বিপর্যয় মোকাবিলা ও উন্নয়ণ প্রকল্প


• উপকূলীয় ক্ষয়ক্ষতি এড়াতে ম্যানগ্রোভ অরণ্য রক্ষা ও বনসৃজন।নদীবাধে বসবাস থেকে বিরত করা। নদী চরে কৃষিকাজ থেকে নিরস্ত করা। বন্যাপ্রবণ নিম্নভূমিতে বসবাসকারীদের উচ্চস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা। নদীবক্ষের পলল সরানোর জন্য ১০০ দিনের কাজে উপযুশ্রমনিযুক্তি। নদী তীরবর্তী স্বাভাবিক বার্ধের ক্ষয়ক্ষতি মেরামত করা। বন্যাপ্রবণ অঞ্চলেন দীতীরবর্তী বাঁধ নির্মাণ অথবা বাধের উচ্চতা বৃদ্ধি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি এলাকার লবনতা দূর করতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা। ঘূর্ণীঝড়-এর ব্যাপারে সতর্কীকরণ ব্যবস্থা খতিয়ে দেখা ও এ বিষয়ে গুরুত্ব আরোপ করা।ঘূর্ণীঝড় ও প্লাবন হলে সাময়িকভাবে মানুষজন ও গবাদি পশু সরানো ও আশ্রয়ের জন্য উচ্চস্থান নির্মাণ ও সংরক্ষণ।ক্ত সংখ্যায় 



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01