welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিশ্বের বিভিন্ন দেশের পৌরপুঞ্জ:

বিশ্বের বিভিন্ন দেশের পৌরপুঞ্জ:


(1) কানাডা (Canada): কানাডা দেশটির অন্টারিও হ্রদের পশ্চিম প্রান্তে 'Golden Horseshoe' নামে জনবহুল এবং শিল্পাঞ্চলটি অবস্থিত। এই অঞ্চলটির বেশির ভাগ অংশ Windsor-Quebec শহরের করিডর অঞ্চল। এখানকার মোট জনসংখ্যা 8.1 মিলিয়ন যা দেশের মোট জনসংখ্যার 25.6%। অন্টারিও প্রদেশের 75% লোক এখানে বসবাস করেন। উত্তর আমেরিকার সবচেয়ে বেশি লোক এখানে কেন্দ্রীভূত। এই অঞ্চলটি বর্তমানে মেট্রোপলিটান অঞ্চলের অন্তর্গত। টরেন্টো, Mississagua, York, Peel Region, Hamilton, Oakville এবং Scarborough-র সঙ্গে যুক্ত হয়েছে

জাতীয় রাজধানী অঞ্চল (National Capital Region) অটোয়া (কানাডার রাজধানী) এবং প্রতিবেশী Gatinean শহরটি অটোয়া নদীর তীরে অবস্থিত। অটোয়া, Gatinean এবং কুইবেক শহর নিয়ে প্রকৃত Conurbation গঠিত হয়েছে।

পশ্চিম কানাডার ব্রিটিশ কলম্বিয়ার অন্তর্গত 'Lower Mainland' সবচেয়ে বেশি জনবহুল এলাকা। শে এই অঞ্চলটি অসংখ্য মাঝারি আয়তনের শহুরে অঞ্চল নিয়ে গঠিত। যেমন- ভ্যাঙ্কুবার, উত্তর ভ্যাঙ্কুবার, সারে, Burnbay, রিচমন্ড এবং Coquitlam শহরগুলি এখানে পরস্পর যুক্ত হয়েছে।


(2) জার্মানি (Germany): জার্মানি দেশটিতে রাইন নদীর ধার ধরে Conurbation ঘটেছে। রাইন মেন, রাইন-নেকার এবং রাইন-বুঢ়-এই তিনটি এলাকা জুড়ে নগরায়ণের বিস্তারের প্রক্রিয়া লক্ষ করা যায়। রাইন-বুঢ় অঞ্চলটি জার্মানির পশ্চিম সীমান্তে অবস্থিত একটি ঘনবসতিপূর্ণ মেট্রোপলিটান শহর। এর প্রধান তিনটি উপকণ্ঠ এলাকা হল- বুঢ় মেট্রোপলিটান অঞ্চল, ডুসেলডর্ফ-মুচেনগ্ল্যাডব্যাচ-উপারটাল অঞ্চল, কোলন, বন মেট্রোপলিটান অঞ্চল। এই তিনটি অঞ্চল অবিচ্ছিন্ন নগর বসতি দ্বারা যুক্ত। তবে অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে কিছুটা পৃথক ধরনের।


(3) পাকিস্তান (Pakistan): ইসলামাবাদ-রাওয়ালপিন্ডি শহরে Conurbation প্রক্রিয়া কার্যকর হয়েছে।


(4) ভারত (India): ভারতে জাতীয় রাজধানী অঞ্চলকে (National Capital Region) মেট্রোপলিটান এর Comirbation বলে মনে করা যায়। যেমন- সমগ্র দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে এ হয়েছে। দিল্লির সীমানায় উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের শহরে অঞ্চলও এর পর্যায়ভুক্ত। এই জলের আয়তন প্রায় 33,578 বর্গকিমি এবং এর জনসংখ্যা 21,961,994 (2007 খ্রিস্টাব্দ)।


(5) জাপান (Japan): জাপানের Taiheiyo Belt-এ সবচেয়ে বৃহৎ নগরায়ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।burak Prefecture থেকে Fukuoka Prefecture পর্যন্ত 1200 কিমি অঞ্চল জুড়ে অবস্থান করছে। জনসংখ্যা 82.9 মিলিয়ন। কোয়ান্টো সমভূমিতে অবস্থিত 'বৃহত্তর টোকিয়ো' অঞ্চলকে জাপানি ভাষায় ken (the national capital region) বলা হয়। এর জনসংখ্যা 35,676,000 (2007 খ্রিস্টাব্দ)। পৃথিবীর এই বৃহত্তম মেট্রোপলিটান অঞ্চল।


(6) নেদারল্যান্ড (Netherland): নেদারল্যান্ডের র‍্যান্ডস্ট্যাড শহর প্রকৃতপক্ষে conurbation-এর উদাহরণ। চারটি শহর নিয়ে এই প্রধান শহরটি গঠিত। এর সঙ্গে আরও ছোটো শহর, শহুরে গ্রামগুলিও স্বর্ভুক্ত হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস্ 'urban agglomeration'-এর উদাহরণ যেখানে একটি প্রধান নগরকে ও করে নগরায়ণ ঘটেছে।


(7) পোল্যান্ড (Poland): দক্ষিণ পোল্যান্ডের Upper Silesia অঞ্চলে পোল্যান্ডের বৃহত্তম amurbation লক্ষ করা যায়। এখানে প্রায় 2 মিলিয়ন লোক বসবাস করেন যা পোল্যান্ডের মোট জনসংখ্যার 26%1


(৪) দক্ষিণ আফ্রিকা (South Africa): বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, EkurhuleniTshwane (বৃহত্তর প্রিটোরিয়া) পরস্পরের সঙ্গেঙ্গ মিশে বৃহত্তর মহানগরীতে রূপান্তরিত হয়েছে। এর নসংখ্যা 14.6 মিলিয়ন।


(9) দক্ষিণ আমেরিকা (South America): ল্যাটিন আমেরিকার অন্তর্গত আর্জেন্টিনার রাজধানী য়েনস আইরেসকে কেন্দ্র করে নগরায়ণ প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটি ল্যাটিন আমেরিকার তৃতীয় হত্তম Conurbation-এর উদাহরণ। এর জনসংখ্যা 13 মিলিয়ন। মেক্সিকো সিটি, বৃহত্তর সাওপাওলো এবং বৃহত্তর রায়ো-ডি-জেনিরো এই মহানগরগুলিতেও Conurbation ঘটেছে।


(10) ব্রিটিশ যুক্তরাজ্য (United Kingdom): উনবিংশ এবং বিংশ শতকে ব্রিটিশ যুক্তরাজ্যে শিল্প বিপ্লব এবং নগরায়ণের প্রভাবে অসংখ্য Conurbation-এর উদাহরণ পাওয়া যায়। বৃহত্তর লন্ডন ইংল্যান্ডের অন্যতম বৃহৎ শহরের মধ্যে পড়ে। ক্রয়ডন শহরটি বৃহত্তর লন্ডনের সঙ্গে যুক্ত হয়েছে।


(11) আমেরিকা যুক্তরাষ্ট্র (United States): আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেট্রোপলিটান হজ্বল Conurbation-এর শ্রেষ্ঠ উদাহরণ। তিনটি রাজ্য জুড়ে বৃহত্তর এই শহরের বিকাশ ঘটেছে। নউইয়র্ক রাজ্য, নিউ জার্সি, কানেকটিকাট এবং পেনসিলভানিয়া রাজ্যে প্রায় 30টি county নিয়ে বৃহত্তর নউইয়র্ক শহরের জনসংখ্যা 21.961,944 জন (2007 খ্রিস্টাব্দ)। আমেরিকা যুক্তরাষ্টের 20% মানুষ বৃহত্তর নউইয়র্ক শহরে বসবাস করেন। এখানে বিভিন্ন কেন্দ্রীয় শহরের শহুরে অঞ্চলগুলি পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে

সানফ্রান্সিস্কো উপকূল অঞ্চল, বৃহত্তর লস এঞ্চেলস, বাল্টিমোর-ওয়াশিংটন অঞ্চল, সানডিয়েগো-টিজুয়ানা, চিকাগো-মিলওয়াকি, ডালাস-ফোর্ট ওয়ার্থ, ডেট্রোয়েট-উইন্ডসর এবং দক্ষিণ ফ্লোরিডা শহরগুলিতে Conurbation' ঘটেছে এবং এখনও এখানে নগরায়ণ প্রক্রিয়া অব্যাহত আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01