welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

অধিক নির্ভরশীলতার অনুপাতের প্রভাব

 অধিক নির্ভরশীলতার অনুপাতের প্রভাব


নির্ভরশীলতার অনুপাত বলতে অর্থনৈতিকভাবে সক্ষম জনসংখ্যার সঙ্গে অর্থনৈতিক দিক থেকে অনুৎপাদনশীল জনসংখ্যার অনুপাতকে বোঝায়। নির্ভরশীলতার অনুপাত তিনপ্রকারের হয়-

(1) অপ্রাপ্ত বয়স্ক নির্ভরশীলতার অনুপাত; (ii) প্রাপ্তবয়স্ক নির্ভরশীলতার অনুপাত; (iii) বয়স্ক নির্ভরশীলতার অনুপাত।

পৃথিবীর বিভিন্ন দেশে নির্ভরশীলতার অনুপাত বিভিন্ন ধরনের হয়। উন্নত দেশে অনুর মান অনেক। হয়। কিন্তু পিছিয়ে পড়া দেশগুলিতে এর মান অনেক বেশি হয়। অধিক নির্ভরশীলতার অনুপাতের মান যে দেশের পক্ষে ক্ষতিকর হয়। এর কুপ্রভাবগুলি হল ।

(i) নির্ভরশীলতার মান যত বৃদ্ধি পাবে তত কোন দেশের অর্থনৈতিক উন্নয়নব্যাহত হবে। কারণ কর্মক্ষম জনসংখ্যা কম হওয়ায় অর্থ উপার্জনকারী ব্যাক্তির সংখ্যা কমে যায়। কিন্তু কর্মে অক্ষম জনসংখ্যার পরিমাণ এত বেশি হয় যে স্বল্পসংখ্যক জনগণের ওপর অধিক লোকের দায়দায়িত্ব অর্পিত হয়।

(ii) নির্ভরশীলতার অনুপাত অধিক হওয়ার ফলে পুষ্টি, চিকিৎসা, স্বাস্থ্য প্রভৃতিক্ষেত্রে উন্নয়ন ব্যাহত হয়। কারণ বেশিরভাগ অর্থ প্রাথমিক চাহিদা পূরণের কাজে ব্যয় হয়। দেশের পরিকাঠামোর উন্নতির জন্য বেশি অর্থ বরাদ্দ করা সম্ভব হয় না।

(iii) নির্ভরশীলতার অনুপাত অধিক হওয়ার ফলে জীবনযাত্রা মান (Standard of Living) নিম্ন হয়। আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে নির্ভরশীলতার অনুপাত অনেক কম হয়। ফলে এসব দেশের অধিবাসীদের জীবনযাত্রার মান অনেক উন্নত।

(iv) অপ্রাপ্ত বয়স্ক নির্ভরশীলতার অনুপাত যত বৃদ্ধি পাবে দেশের অর্থনীতির ওপর বেশি চাপ পড়বে। কারণ দেশের সরকারের বেশি পরিমান অর্থ এই জনসংখ্যার জন্য ব্যয় করতে হবে।

(v) অধিক নির্ভরশীলতার অনুপাত নিম্ন মানব উন্নয়নকে নির্দেশ করে। নিম্ন জীবনযাত্রা, প্রত্যাশিত গ আয়ু কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি পাওয়া প্রভৃতি প্রভাবগুলি লক্ষণীয়।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01