welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতে জনঘনত্বের ক্রমপরিবর্তন

ভারতে জনঘনত্বের ক্রমপরিবর্তন


বিগত একশো বছরে ভারতের জনঘনত্ব প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। বিংশ শতকের শুরুতে ভারতের জনঘনত্ব ছিল মাত্র 77 জন প্রতি বর্গকিমিতে। কিন্তু 2011 খ্রিস্টাব্দে জনঘনত্ব হয়েছে 382 জন প্রতি বর্গকিমিতে। স্বাধীনতা লাভের আগে ভারতের জনঘনত্ব খুব সামান্য বৃদ্ধি পেয়েছিল। 1901-1911 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জনঘনত্ব মাত্র প্রতি বর্গকিমিতে ১ জন বৃদ্ধি পায়। 1901 খ্রিস্টাব্দে জনঘনত্ব ছিল 77 জন প্রতি বর্গকিমিতে। কিন্তু 1911 খ্রিস্টাব্দে জনঘনত্ব হয় 82 জন প্রতি বর্গকিমিতে। একমাত্র 1911-21 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে। জন করে কমে গিয়েছিল। এই সময় মৃত্যুহার খুব বেশি হওয়ার জন্য এরকম ঘটনা ঘটে। 1921-31 খ্রস্টাব্দের মধ্যে জনঘনত্ব বৃদ্ধি পেয়ে হয় প্রতি বর্গকিমিতে 81 জন থেকে 90 জন। কিন্তু 1931-41 খ্রিস্টাব্দের মধ্যে প্রতি বর্গকিমিতে জনঘনত্ব 103 জন করে বৃদ্ধি পেয়েছিল।


স্বাধীনতালাভের পর 1951 খ্রিস্টাব্দে ভারতের আদমসুমারি বিশ্লেষণ করে দেখা যায় যে, এই সময় জনঘনত্ব ছিল 117 জন প্রতি বর্গকিমি। এর পর মৃত্যুহার কমে যাওয়া এবং জন্ম হার বৃদ্ধির ফলে ভারতের জনসংখ্যা ও জনঘনত্ব দুটোই দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করে। 1951-1981 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 117 জন থেকে বৃদ্ধি পেয়ে 216 জন হয়। এই সময় জন্মহার একটু একটু করে হ্রাস পেতে শুরু করেছিল। 1991-2001 খ্রিস্টাব্দের মধ্যেও জনঘনত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছিল। 1981-2001 খ্রিস্টাব্দের মধ্যে জনঘনত্ব প্রায় 100 জন প্রতি বর্গকিমিতে বৃদ্ধি পায়। 2001 খ্রিস্টাব্দে ভারতের জনঘনত্ব ছিল 324 জন প্রতি বর্গকিমিতে। 2001-2011 খ্রিস্টাব্দের মধ্যবর্তী এই 10 বছর ভারতের জনসংখ্যার বিবর্তন বিশ্লেষণ করে দেখা যায় যে, এই সময় ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছে। আগামী দশ বছরের মধ্যেও ভারতের জনসংখ্যার পরিকাঠামো অনেক পরিবর্তন ঘটবে।


রাজ্যের জনঘনত্বের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যে, বিগত দশকে বিহার রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে এই রাজ্যে প্রতি বর্গকিমিতে 299 জন জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে।


ট্রিগত দশকে পশ্চিমবঙ্গো 126 জন প্রতি বর্গকিমিতে বৃদ্ধি পেয়েছে। 2001-11 খ্রিস্টাব্দের মধ্যে যে-সব প্রজ্যে অধিক জনঘনত্ব বৃদ্ধি ঘটেছে যে সব রাজ্যগুলি হল- উত্তরপ্রদেশ (138), হরিয়ানা (95), ঝাড়খণ্ড (ক) তামিলনাড়ু (75), পান্তাব (66), অসম (57)। নাগাল্যান্ড রাজ্যে 2001 খ্রিস্টাব্দ অপেক্ষা 2011 খ্রিস্টাব্দে জনগনয় 120-119 = 1 জন প্রতি বর্গকিমিতে বৃদ্ধি পেয়েছে।


যে সব রাজ্যে খুব কম পরিমাণে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে সেগুলি হল- অরুণাচল প্রদেশ (4), মিজোরাম (9) এরিম (10), হিমাচল প্রদেশ (14)। প্রধানত ভূমিরূপের বন্ধুরতার জন্য এখানে জনঘনত্বের বিশেষ পরিবর্তন ঘটেনি। কন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (NCT) দিল্লীতে 2001 খ্রিস্টাব্দে জনঘনত্ব ছিল 9340 জন প্রতি বর্গকিমিতে। 2011 খ্রিস্টাব্দে এই জনঘনত্ব হয়েছে 11297 জন প্রতিবর্গকিমিতে। অর্থাৎ এখানে বিগত এক শতে জনঘনত্ব 1957 জন বৃদ্ধি পেয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জনঘনত্ব খুব কম বৃদ্ধি পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01