welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিচ্ছিন্ন বসতি ও সারিবদ্ধ বসতির পার্থক্য:

বিচ্ছিন্ন বসতি ও সারিবদ্ধ বসতির পার্থক্য:

বসতির বিন্যাস পর্যালোচনা করে বিচ্ছিন্ন বসতি ও সারিবন্ধ বসতির মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য পাওয়া বার-


প্রথমতঃ বিচ্ছিন্ন বসতির ক্ষেত্রে একটি বসতি থেকে অপর একটি বেশ দূরে দূরে এবং বিক্ষিপ্তভাবে অবস্থান করে।সারিবন্ধ বসতির ক্ষেত্রে দেখা যায় রেখার আকারে বসতিগুলি সারিবদ্ধভাবে অবস্থান করছে।


দ্বিতীয়তঃ পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, বনভূমি অঞ্চল, তৃণভূমি অঞ্চলে কৃষিজমির অভাব, প্রতিকূল জলবায়ু, জলের অভাব, ভূমিক্ষয় প্রভৃতি কারণে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে।কিন্তু রৈখিক বসতি গড়ে ওঠে রেলপথ, সড়কপথ, নদীর পাড়, খালপাড়ের প্রান্ত দিয়ে বা ধার দিয়ে।


তৃতীয়তঃ বসতি ঘনত্ব, বিক্ষিপ্ত বসতির ক্ষেত্রে অনেক কম হয়। বসতির ঘনত্ব রৈখিক বসতিতে কিছুটা বেশি হয়।


চতুর্থতঃ বসতিগুলি দূরে দূরে অবস্থিত হয় বলে অধিবাসীদের বাক্তিগত নিরাপত্তা কম হয় এবং পরস্পরের সঙ্গে সামাজিক দূরত্ব বেশি হয়।রৈখিক বসতিতে তুলনামূলকভাবে ব্যক্তিগত নিরাপত্তা বেশি হয়। সামাজিক দূরত্ব অনেক কম হয়।


পঞ্চমতঃ বিচ্ছিন্ন বসতিতে দেখা যায় যে, দুটি বসতির বা বাড়ীর মধ্যে অনেকটা ফাঁকা অঞ্চল থাকে। রৈখিক বসতিতে যেহেতু সারিবদ্ধভাবে ঘরবাড়ীগুলি অবস্থান করে সেইজন্য রৈখিক বসতিতে দুটি বাড়ীর মধ্যে ফাঁকা অঞ্চল প্রায় থাকে না।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01