পৌরপুঞ্জের বৈশিষ্ট্য:
পৌরপুঞ্জ গঠনের ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখা দরকার যে, এক-একটি পৌরপুঞ্জ গঠনের ক্ষেত্রে স্থানীয়, সামাজিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব থাকে।
(i) পৌরপুঞ্জ হল নিরবিচ্ছিন্নভাবে নির্মীয়মান এলাকা (continuously built up area) কিন্তু স should not include ribbon development and should not exclude a built up area seperated by a narrow strip of rural land from the main built up area to which it was strongly attach for employment or any other reasons." অর্থাৎ নবনির্মীয়মান কোন অঞ্চলে কর্মক্ষেত্রের অধিক যোগ থাকলে সেখানে পৌরপুঞ্জ নির্দিষ্ট এলাকা ধরে গড়ে উঠতে পারে কিন্তু শহর সীমান্তে এরকম ঘটনা বেশি ঘটে।
(ii) পৌরপুঞ্জ গঠনের ক্ষেত্রে দেখা যায় যে, স্থানীয় অঞ্চলগুলি মূল বা প্রধান নগরের সঙ্গে খুব জোরালোভাবে যুক্ত থাকে। কর্মসংস্থান, দৈনন্দিন কেনাকাটা (shopping), উচ্চশিক্ষা, খেলাধূলা, বিনোদন প্রভৃতি কর্মের সঙ্গে স্থানীয় এলাকা ও মূল নগরীর আন্তঃসম্পর্ক পরিলক্ষিত হয়।
(iii) পৌরপুঞ্জ গঠনের ক্ষেত্রে খুব উচ্চ জনঘনত্ব দরকার হয়। অর্থাৎ জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং পরিব্রাজন এক্ষেত্রে দায়ী।
(iv) কোনো একটি নগরকেন্দ্রের জনসংখ্যা এবং জনঘনত্ব খুব বেশি হলে এবং সেটি শিল্পাঝল হলে তখন নগরকেন্দ্রের চারদিকে অনেকটা বৃত্তাকারে পৌরপুঞ্জের প্রসার ঘটতে থাকে।
অবস্থানগত সুবিধা, চারপাশের পরিপ্রেক্ষিত, ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রভৃতি পৌরপুঞ্জের প্রসারের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বজুড়ে জিনিসপত্রের আমদানি রপ্তানিকে প্রভাবিত করে। মেট্রোপলিটান শহরগুলির সম্প্রসারণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে। আমেদাবাদ, কানপুর ও কলকাতা মেট্রোপলিটান শহর এর উজ্জ্বল দৃষ্টান্ত।
(vi) প্রত্যেক পৌরপুঞ্জ গঠনের ক্ষেত্রে দেখা যায় যে, স্থানীয় বাজারে বিভিন্ন শিল্পজাত দ্রব্যের চাহিদার ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠে।
(vi) পৌরপুঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ক্ষেত্রকে আর্থিক সহায়তা দেয়।
(viii) খুব সস্তায় এবং সহজে নগরকেন্দ্রের চারপাশ থেকে মূল নগরে যাতায়াতের সুবিধার জন্য এখানে বিভিন্ন ধরনের 'শপিং মল' গড়ে ওঠে। নগরকেন্দ্রের পশ্চাদভূমি অঞ্চলের মানুষ এসব অঞ্চলে প্রায়ই যাতায়াত করেন। প্রায় দু'ঘণ্টা যাতায়াতের মাধ্যমে এসব কেন্দ্রে মানুষ যাতায়াত করেন।