welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল (Asansol-Durgapur Industrial Region)

আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল (Asansol-Durgapur Industrial Region)


পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দামোদর উপত্যকা অঞ্চলে অবস্থিত আসানসোল-দুর্গাপুর বলয় মুখ্যতঃ একটি শিল্পাঞ্চল। 

লৌহ ও ইস্পাত শিল্পঃ এই অঞ্চলের বার্ণপুর ও কুলটিতে ইসকোর (IISCO) পরিচালনাধীনে লৌহ ও ইস্পাতকেন্দ্র এবং দুর্গাপুরের ইস্পাতকেন্দ্র দুটি সরকারি পরিচালনাধীনে গঠিত। দুর্গাপুরে সংকর ইস্পাত নির্মাণের আরো একটি কারখানা আছে। রাণীগঞ্জ ও ঝরিয়ার কয়লা, সিংভূম ও ময়ূরভন্ত্রের লৌহ আকরিক, বীরমিত্রপুরের চুনাপাথর, DVC-র বিদ্যুৎ, রেল ও সড়ক যোগাযোগ, কলকাতা বন্দরের সুবিধা এই ইস্পাতকেন্দ্র দুটি গড়ে তোলায় সাহায্য করেছে।

রেলইঞ্জিনঃ চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন নির্মাণের জন্য চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা কারখানা গড়ে উঠেছে।

অন্যান্য শিল্পঃ উত্তেজক পানীয় উৎপাদিত হয়। ABL (Allied Brewaries Limited)-এ। সার উৎপন্ন হয় PCI (Fertiliser Corporation of India)-এর কারখানায়, সিমেন্ট উৎপাদিত হয় দুর্গাপুর সিমেন্ট কারখানায় প্রভৃতি। এছাড়া ছোটো মাঝারি উদ্যোগে গড়ে উঠেছে শিল্পের সহায়ক যন্ত্রাংশ নির্মাণ, রাসায়নিক দ্রব্যাদি উৎপাদন, পরিবহন যন্ত্রপাতি নির্মাণ ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01