welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কৃষিকাজ এবং পরিবেশের অবক্ষয়(Agricultural Activity and Environmental Degradation):

 কৃষিকাজ এবং পরিবেশের অবক্ষয়(Agricultural Activity and Environmental Degradation):


জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামাঞ্চলেও বিভিন্ন ধরনের সম্পদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এনকি জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সুযোগ-সুবিধা ক্রমশ কমে যাচ্ছে। ফলে প্রাকৃতিক সামাজিক পরিবেশের ওপর জনসংখ্যার চাপ বাড়ছে। খাদ্যের জোগান বৃদ্ধির জন্য কৃষিজমির সম্প্রসারণ করছে। বনভূমি ধ্বংস করা হচ্ছে। সেই স্থানে কৃষিকাজ করা হচ্ছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এর মাধ্যমে ধ্বংস হচ্ছে। তা ছাড়া কৃষকগণ যথেচ্ছ হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে যা থেকে গ্রামের জল, এটি ও বায়ু দূষিত হচ্ছে। ঝুম চাষের প্রবর্তন, পশুচারণক্ষেত্রের পরিমাণ বৃদ্ধি, নদী থেকে যথেচ্ছ হারে দপন আহরণ এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য দ্রুত গ্রামীণ পরিবেশের অবনমন ঘটছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01