কৃষিকাজ এবং পরিবেশের অবক্ষয়(Agricultural Activity and Environmental Degradation):
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামাঞ্চলেও বিভিন্ন ধরনের সম্পদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এনকি জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সুযোগ-সুবিধা ক্রমশ কমে যাচ্ছে। ফলে প্রাকৃতিক সামাজিক পরিবেশের ওপর জনসংখ্যার চাপ বাড়ছে। খাদ্যের জোগান বৃদ্ধির জন্য কৃষিজমির সম্প্রসারণ করছে। বনভূমি ধ্বংস করা হচ্ছে। সেই স্থানে কৃষিকাজ করা হচ্ছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এর মাধ্যমে ধ্বংস হচ্ছে। তা ছাড়া কৃষকগণ যথেচ্ছ হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে যা থেকে গ্রামের জল, এটি ও বায়ু দূষিত হচ্ছে। ঝুম চাষের প্রবর্তন, পশুচারণক্ষেত্রের পরিমাণ বৃদ্ধি, নদী থেকে যথেচ্ছ হারে দপন আহরণ এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য দ্রুত গ্রামীণ পরিবেশের অবনমন ঘটছে।