উন্নত দেশের জনসংখ্যা পিরামিড (Age-Sex Pyramid of Developed Countries)
পৃথিবীর উন্নত এবং বেশ সমৃদ্ধশালী দেশগুলির জনসংখ্যা পিরামিড বিশ্লেষণ করে যায় যে, এখানে শিশু ও বয়স্ক জনসংখ্যা কম। সেই তুলনায় কর্মক্ষম জনসংখ্যা অনেক বেশি হয়। জন্মহার ও মৃত্যুহার দুটোই এখানে কম হয়।
উন্নত দেশগুলিতে নারী-পুরুষ ভেদমূলক পিরামিড বিশ্লেষণ করলে তিন ধরনের আকৃতি দেখা যায়- (i) উত্তল আকৃতি, (ii) ঘণ্টা বা বেল আকৃতি এবং (iii) ন্যাসপাতির মতো আকৃতি।
• উত্তল আকৃতির পিরামিড (Convex Shape Pyramid): পশ্চিম ইউরোপের দেশগুলির জনসংখ্যা পিরামিডের আকৃতি উত্তল ধরনের হয়। এখানে পিরামিডের মধ্যভাগ সবচেয়ে চওড়া হয়ে থাকে।
• ঘণ্টা বা বেল প্রকৃতির পিরামিড (Bell Shape Pyramid): দীর্ঘদিন ধরে জন্মহার এবং মৃত্যু হার যদি কম থাকে তারপর হঠাৎ করে জন্মহার বাড়তে শুরু করলে পিরামিডের আকৃতি ঘণ্টার মতো হয়। চিকিৎসা, চাকুরি প্রভৃতির সুযোগ-সুবিধার জন্য কোনো দেশে প্রচুর সংখ্যক লোকের আগমন ঘটলে ওই সব দেশে হঠাৎ করে জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধি পায়।
• নাসপাতির মতো আকৃতির পিরামিড (Pear Shape Pyramid): জাপান, সুইডেন প্রভৃতি দেশে নাসপাতির মতো আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায়। এখানে জন্মহার কম, তবে মৃত্যুহার আরও অনেক কম হয়।