ধাতুর যুগ (Age of Metals)
ধাতুযুগে প্রথমে তামা, পরে ব্রোঞ্জ এবং সবশেষে লোহার ব্যবহার গ্রহয়। এসব ধাতুর ব্যবহারের সঙ্গে সঙ্গে কৃষিকাজের চরিত্র দ্রুত পালটাতে থাকে। জমি পিছু এবং মাথা বন্ধু সম্পদ উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। অধিকাংশ মানুষ শস্য উৎপাদনে নিজেদের নিয়োজিত রাখলেও আানা অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রাধান্য বিস্তার করতে থাকে। ব্যাবসাবাণিজ্য বৃদ্ধি পেতে থাকে। ফলে উর্বর এইক্ষেত্র অধ্যুষিত অঞ্চলের বুকে কোথাও কোথাও নগর গড়ে উঠতে থাকে। গ্রামীণ বসতিগুলিও নাগরিক গতির নির্মাণ সামগ্রী ও নির্মাণ প্রযুক্তি ব্যবহার করতে লাগল। যদিও প্রত্যন্ত অঞ্চলের অনুন্নত বহু গ্রামীণ প্রতি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ এবং যাতায়াতের অনুন্নয়নের জন্য অপরিবর্তিত থেকে গেল।