খ্রিস্টধর্মের উৎপত্তি ও বিকাশ: (+, 30+ CE)
Christianity started out as breakway sect of Judaism nearly 2000 years ago. রোমান সাম্রাজ্যের সময় থেকেই এই ধর্মের ব্যাপ্তি ঘটতে থাকে। মেরির পুত্র যীশু এই ধর্মের প্রবর্তক। যীশুখ্রিস্ট এবং তাঁর 12 জন অনুরাগী বা শিষ্যগণ খ্রিস্টধর্মকে রোম সান্ডাজোর মধ্যে প্রচার করেন।
সমুদ্রপথে ও সড়কপথে এই ধর্মের প্রচার চলেছিল। যার ফলে সমগ্র বিশ্বে বর্তমানে এই সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি। যীশুখ্রিস্ট তাঁর সময়ে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছিলেন এবং মানুষকে নীতি বা উপদেশ বা তাঁর বিশেষ বাণী প্রচার করেন। প্রভু যীশুর অন্যতম বাণী ছিল- "Love they neighbour and turn the other cheek."
"Since Christianity and Judaism share the same history up to the time of Jesus Christ, they are very similar in many of their core beliefs. There are two primary differences One is that Christians believe in original sin and that Jesus died in our place to save as from the sin. The other is that Jesus was fully human and fully God and as the son of God is part of the Holy Trinity God is the father, his son and the Holy spirit. All Christians believe in heaven and that those who sincerely repent their sins before the God will be saved and join lum in heaven."
খ্রিস্টধর্মের প্রধান শাখাসমূহ:
সামগ্রিকভাবে প্রথমে খ্রিস্টধর্ম এককভাবে বিস্তার লাভ করে। কিন্তু পরবর্তীকালে খ্রিস্টধর্ম দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে যায়, যথা- (1) ওয়েস্টার্ন গির্জা এবং (b) ইস্টার্ন গির্জা। বর্তমানে খ্রিস্টানদের প্রধান দুটি সম্প্রদায় হল ক্যাথলিক ও প্রাটেস্ট্যান্ট। ইস্টার্ন গির্জার সাপেক্ষে ইউরোপীয়, বুশ, ইতালীয় এবং আর্মেনীয় সম্প্রদায় নিজেদের গোষ্ঠী তৈরি করেছিল।
পৃথিবীর মোট খ্রিস্ট সম্প্রদায়ের মানুষদের মধ্যে 58% রোমান ক্যাথলিক সম্প্রদায়ের এবং 34% প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের অন্তর্গত। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট ধর্মের অধিবাসীগণ প্রায় সমগ্র ইউরোপে বসবাস করেন। আয়ারল্যান্ডের প্রায় ৭০% মানুষ ক্যাথলিক সম্প্রদায়ের কিন্তু ব্রিটিশ যুক্তরাজ্যে বিশেষ করে গ্রেট ব্রিটেনে প্রোটেস্ট্যান্টদের অধিক বসবাস দেখা যায়।
Eastern Christianity or Eastern Orthodox:
খ্রিস্টধর্মের প্রসারের প্রথম যুগে ভূমধ্যসাগরের পূর্বভাগ জুড়েই অধিকাংশ খ্রিস্টধর্মের মানুষ বসবাস করতেন। রোম এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। 400 খ্রিস্টাব্দে রোম, Antioch, আলেকজান্দ্রিয়া এবং জেরুসালেমে ধৃত খ্রিস্টধর্মের প্রসার ঘটতে থাকে।
আলবেনিয়া, জর্জিয়া, গ্রিস, পোল্যান্ড, রুমানিয়া, রাশিয়া, সার্বিয়া দেশের স্বশাসিত গির্জাগুলিকে নিয়ে একসঙ্গে Eastern Orthodox খ্রিস্ট সম্প্রদায় গড়ে উঠেছিল। 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতনের পর ইস্টার্ন অর্থোডক্সের গির্জাগুলি স্বাধীনভাবে কার্য পরিচালনা করতেন। উত্তর-পূর্ব আফ্রিকার 'কোপটিক চার্চ অফ মিশর' এবং ইথিওপিয়া চার্চ নামে দুটি গির্জা ইস্টার্ন অর্থোডক্সের অন্তর্গত ছিল। এখানে 10 মিলিয়নেদ চেয়ে বেশি অনুগামী ছিল। খ্রিস্টীয় সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে পূর্ব এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে খ্রিস্টধর্মের বিস্তারে গির্জাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কৃল্পসাগর ও কাম্পিয়ান সাগরের মধ্যভাগ। এবং লেবাননে এই সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন।
Western Christianity:
রোমান সাম্রাজ্যের পতনের পর থেকেই পশ্চিম ইউরোপে খ্রিস্টধর্মের প্রসার শুরু হয়। এই সময় খ্রিস্টধর্মপুর 'পোপ' সমস্ত ক্ষমতার অধিকারী হন এবং সমস্ত রকমের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে থাকেন।
ইটালি, ফ্রান্স প্রভৃতি দেশে ষষ্ঠদশ শতকে ক্যাথলিক ধর্মের দ্রুত প্রসার ঘটে। ল্যাটিন আমেরিকার দেশগুলিতে। স্পেন ও পোর্তুগালের অধিবাসীরা উপনিবেশ গড়ে তোলায় এসব স্থানেও খ্রিস্টধর্মের প্রসার ঘটে। বিশেষ করে প্রোটেস্ট্যান্টদের প্রাধান্য এখানে দেখা যায়। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডায় ক্যাথলিক ধর্মের প্রাধনা এই সময় গড়ে ওঠে।
উনবিংশ শতকে ক্যাথলিক চার্চগুলি আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন উপনিবেশ অঞ্চলগুলিতে ক্যাথলিক ধর্মের প্রসারে খুবই অগ্রণী হয়েছিল। প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রধান তিনটি অংশ- ব্যাপ্টিস্ট, লুথেরন এবং মেঘোডিস্ট-এইগুলিও ক্রমশ বিস্তার লাভ করেছিল। এমনকি ইসলাম ধর্ম থেকে অনেকে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিল।