welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতে রাজ্যভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হার (2011 খ্রিস্টাব্দ)

ভারতে রাজ্যভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হার (2011 খ্রিস্টাব্দ)


2011 খ্রিস্টাব্দের মধ্যে মেঘালয় রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক (27-82%)। অরুণাচল প্রদেশ (2592%) দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিহার রাজ্যে জনসংখ্যা (25.07%), জম্মু ও কাশ্মীর রাজ্যে (23-71%), মিজোরামে (22-78%), ছত্তিশগড়ে (22-59%), ঝাড়খণ্ডে (22-34%), রাজস্থান রাজ্যে (21-44%), উত্তরপ্রদেশে (20-09%) এবং মধ্যপ্রদেশ রাজ্যে (20-30%) জনসংখ্যা 20%-এর বেশি বৃদ্ধি পেয়েছে বিগত 10 বছরের ভারতের রাজাভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে দেখা যায় যে, 2001 খ্রিস্টাব্দ থেকে মধ্যবর্তী সময়ে।


2011 খ্রিস্টাব্দের জনগণনায় সর্বপ্রথম ভারতের ৪টি রাজ্যে Empowered Action Group গাঠন করা হয়েছে। এই ৪টি রাজ্য হল রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশা। 30টি company-কে 1951 খ্রিস্টাব্দ থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন রাজ্যের জনসংখ্যার গতিপ্রকৃতি বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে। Empowered Action Group এবং Non-empowered Action Group - এই দুটি অংশ ভারতের রাজ্যগুলিকে বিভক্ত করা হয়েছে। Empowered Action Group এর অধীনস্থ রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে আসছে।


ভারত সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের যে লক্ষমাত্রা ধার্য করেছিল তা থেকে 2011 খ্রিস্টাব্দে প্রায় 110 মিলিয়ন অধিক জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে। 2001-2011 খ্রিস্টাব্দের মধ্যপ্রদেশের GDP বৃদ্ধির হার 10:2% প্রতি বছর, খাদ্যের উৎপাদন বৃদ্ধির হার 1-15% প্রতি বছর এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.64% প্রতি বছর।


শিশু-জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ 2001 খ্রিস্টাব্দে ছিল 163-8 মিলিয়ন এবং 2011 খ্রিস্টাব্দে শিশু-জনসংখ্যা এজির পরিমাণ হয় 158৪ মিলিয়ন। ভারতের অধিকাংশ কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার বেশ তিনি লক্ষ করা যায়। অতিরিক্ত হারে নগরায়ণ এবং পরিব্রাজন এই সব রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশ আমাদের দেশ জনসংখ্যা বিবর্তন তত্ত্বের Final Stage বা চূড়ান্ত অবস্থার দিকে দ্রুত এগিয়ে চলেছে। ভারতের অধিকাংশ অঞ্চলে (প্রদেশ কিংবা জেলাভিত্তিক) জনসংখ্যা বিবর্তনের চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01