ভারতে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি বিশ্লেষণ (Urbanisation in India and its impact):
ভারতে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি বিশ্লেষণ করে শহর ও গ্রামের জনসংখ্যা, বসতি, নগর সংখ্যা প্রভৃতি সংক্রান্ত বিষয়ে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়-
(৫) বর্তমানে ভারতে শহরের সংখ্যা 7935টি। 2001 খ্রিস্টাব্দের আদমশুমারি অপেক্ষা 2011 আদম-শুমারিতে 2774টি শহর বৃদ্ধি পেয়েছে। এই শহরগুলির বেশির ভাগ বর্তমানে বিভিন্ন পৌরপিন্ডের অন্তর্গত। বাকি শহরগুলি স্বাধীনভাবে বেড়ে ওঠা পৌরকেন্দ্র।
(4) মোট শহরে জনসংখ্যার পরিমাণ 377 মিলিয়ন যা ভারতের মোট জনসংখ্যার 31.16%।
(ii) ভারতে বর্তমানে প্রথম শ্রেণির শহরের সংখ্যা 46৪টি। 2001 খ্রিস্টাব্দের আদমশুমারিতে এই সংখ্যা ছিল 394টি।
(iv) আমাদের দেশে 264.9 মিলিয়ন মানুষ প্রথম শ্রেণির শহরে বসবাস করেন যা মোট শহরবাসীর প্রায় 70%।
(গ) প্রথম শ্রেণির 46৪টি শহরের মধ্যে 53টি শহর ভারতের প্রধান মহানগর হিসেবে বিবেচিত হচ্ছে।
(vi) 160.7 মিলিয়ন মানুষ মহানগরে বসবাস করেন যা মোট শহুরে জনসংখ্যার 42.6%।
(vi) ভারতে বর্তমানে তিনটি খুব বৃহৎ মেগাসিটি আছে। এগুলি হল- বৃহত্তর মুম্বাই (18.4 মিলিয়ন মানুষ এখানে বসবাস করেন), দিল্লি (জনসংখ্যা 16.3 মিলিয়ন), বৃহত্তর কলকাতা (14.1 মিলিয়ন জনসংখ্যা)।
(viii) বিগত এক দশকে মেগাসিটিতে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা ধীর গতিসম্পন্ন হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে, বৃহত্তর মুম্বাই নগরীতে 1991-2001 খ্রিস্টাব্দে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 30.47%। 2001-11 খ্রিস্টাব্দের মধ্যে এই বৃদ্ধির হার হয়েছে 12.05%। একইভাবে দিল্লিতে জনসংখ্যা বৃদ্ধির হার 52.24% থেকে কমে 26.69% হয়েছে। কলকাতা মহানগরীতে জনসংখ্যা বৃদ্ধির হার 1991-2001 খ্রিস্টাব্দে ছিল 19.60%। বর্তমানে এই বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে 6.87%।
(ix) 0-6 বছরের শিশুর সংখ্যা 158.8 মিলিয়ন (2011 খ্রিস্টাব্দ)। শহরে এই বয়স শ্রেণির 41.2 মিলিয়ন শিশু বসবাস করে। 2001 খ্রিস্টাব্দের আদমশুমারি অপেক্ষা 2011 খ্রিস্টাব্দে 0-6 বছরের শিশু জনসংখ্যা শহরে 10.32% বৃদ্ধি এবং গ্রামে 7.04% হ্রাস পেয়েছে।
(x) 53টি মহানগরের মধ্যে 0-6 বছর বয়সের শিশু সংখ্যা 16.6 মিলিয়ন। এদের মধ্যে 52.7% পুত্র এবং বাকি 47.3% কন্যা শিশু। অর্থাৎ, এসব বড়ো বড়ো মহানগরে পুত্র শিশুর প্রাধান্য দেখা যায়।
(xi) মলয়ূরম শহরে 0-6 বছরের শিশু জনসংখ্যা সর্বাধিক। মোট জনসংখ্যার 13.57%। গাজিয়াবাদে এর পরিমাণ 13.09% এবং কলকাতায় 7.54%।
(xii) 2011 খ্রিস্টাব্দের আদমশুমারিতে দেখা যায় যে, প্রতি 1000 পুরুষ জনসংখ্যা পিছু স্ত্রী জনসংখ্যার পরিমাণ 926। প্রথম শ্রেণির শহরগুলিতে এর পরিমাণ 921। কেরলে পুরুষ-নারী অনুপাত 1168। সুরাট শহরে এর অনুপাত সবথেকে কম 754 জন।
(xiii) ভারতের বৃহত্তম মুম্বাই এবং দিল্লিতে পুরুষ জনসংখ্যার প্রাধান্য দেখা যায়। মুম্বাইয়ে ৪61 এবং দিল্লিতে 867 জন। কলকাতায় পুরুষ-নারী অনুপাত 1000: 928।
(xiv) শিশুদের মধ্যে পুরুষ-নারী অনুপাতের পরিমাণ 2011 খ্রিস্টাব্দ অপেক্ষা 2011 খ্রিস্টাব্দে কমে গেছে। এর পরিমাণ 927 থেকে 914 হয়েছে।
(xv) ভারতে সার্বিকভাবে সাক্ষরতার হার 74.04%। গ্রামে এর পরিমাণ 68.9% এবং শহরে 84.9%। নারীদের মধ্যে সাক্ষরতার হার শহরে 79.92% এবং গ্রামে 58.75%!
(xvi) ভারতের ৪০টি শহরে সাক্ষরতার হার 90% বা তার বেশি। বৃহত্তর মুম্বাই শহরে 90.78%, দিল্লিতে 86.43% এবং কলকাতা শহরে 88.33%!