2011 সেন্সাসে ভারতে জনঘনত্বের বণ্টন(Distribution of Density of Population in 2011 Census)
2011 খ্রিস্টাব্দের সেন্ন্সস অপেক্ষা 2011 খ্রিস্টাব্দের সেন্সাসে ভারতে জনঘনত্বের বণ্টনে বিশেষ পরিবর্তন ঘটে নি। 2011 খ্রিস্টাব্দে ভারতে যে পাঁচটি রাজ্য সবচেয়ে বেশি জনবহুল ছিল এবারেও সেই একই পাঁচটি রাজ্য প্রথমে পাঁচে আছে। এই পাঁচটি অঙ্গরাজ্য হল- উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র প্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে এবং চন্ডীগড় রাজ্য 29-তম স্থান থেকে 30-3ম স্থান দখল করেছে। মিজোরাম রাজ্য 30-তম স্থান থেকে 29-তম স্থানে পৌঁছেছে।
2011 খ্রিস্টাব্দের জনগণনায় দেখা যাচ্ছে যে, ভারতের জনঘনত্ব ক্রমশ বাড়ছে। 2001 খ্রিস্টাব্দের জনগণনায় ভারতের জনঘনত্ব ছিল 324 জন প্রতি বর্গকিমি। 2011 খ্রিস্টাব্দের জনগণনায় জনঘনত্ব হল 382 জন প্রতি বর্গকিমিতে। ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি (1102 জন প্রতি বর্গকিমিতে।। বিহারের জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের (13-73%) প্রায় দ্বিগুণ। বিহারে জনসংখ্যা বৃদ্ধির হার হল 25-07%। 2009 খ্রিস্টাব্দে বিহারের জনঘনত্ব ছিল ৪৪। জন প্রতিবর্গকিমিতে। 2011 খ্রিস্টাব্দে জনঘনত্ব বেড়ে হয় 1102 জন প্রতি বর্গকিমিতে।
ভারতের গড় জনঘনত্ব (382 জন প্রতি বর্গকিমিতে) অপেক্ষা বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যগুলি হল (2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুসারে) পশ্চিমবঙ্গ (1029 জন প্রতি বর্গকিমিতে) কেরল (859 জন প্রতি বর্গকিমিতে), উত্তর প্রদেশ (829 জন প্রতি বর্গকিমিতে), হরিয়ানা (573 জন প্রতি বর্গকিমিতে), তামিলনাড়ু (555 জ প্রতি বর্গকিমিতে), পাঞ্জাব (550 জন প্রতি বর্গকিমিতে), অসম (379 জন প্রতি বর্গকিমিতে), গোয়া (394 জন প্রতি বর্গকিমিতে)।
বর্তমানে অরুণাচল প্রদেশ হল ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য (17 জন প্রতি বর্গকিমিতে)। অন্যান্য স্বল্প জনঘনত্বপূর্ণ রাজ্যগুলি হল মিজোরাম (52 জন প্রতি বর্গকিমিতে), সিকিম (৪6 প্রতি বর্গকিমিতে), নাগাল্যান্ড (119 জন প্রতি বর্গকিমিতে), জম্মু-কাশ্মীর (124 জন প্রতি বর্গকিমিতে), মণিপুর (122 জন প্রতি বর্গকিমিতে), হিমাচল প্রদেশ (123 জন প্রতি বর্গকিমিতে), মেঘালয় রাজ্য (132 জন প্রতি বর্গকিমিতে)।
কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রায় সবকটি অধিক জনঘনত্বপূর্ণ। কারণ এই অঞ্চলগুলিতে খুবই নগরায়ণ ঘটেছে। দিল্লীর জনঘনত্ব সবথেকে বেশি (11297 জন প্রতি বর্গকিমিতে)। চন্ডীগড়ের জনঘনত্ব 9252 জন প্রতি বর্গকিমিতে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুডুচেরীর জনঘনত্ব তৃতীয় স্থান অধিকার করেছে (2598 জন প্রতি বর্গকিমিতে)। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব সবচেয়ে কম (46) জন প্রতি বর্গকিমিতে)।
ভারতে জনঘনত্বের ক্রমপরিবর্তন:
বিগত একশো বছরে ভারতের জনঘনত্ব প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। বিংশ শতকের শুরুতে ভারতের জনঘনত্ব ছিল মাত্র 77 জন প্রতি বর্গকিমিতে। কিন্তু 2011 খ্রিস্টাব্দে জনঘনত্ব হয়েছে 382 জন প্রতি বর্গকিমিতে। স্বাধীনতা লাভের আগে ভারতের জনঘনত্ব খুব সামান্য বৃদ্ধি পেয়েছিল। 1901-1911 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জনঘনত্ব মাত্র প্রতি বর্গকিমিতে ১ জন বৃদ্ধি পায়। 1901 খ্রিস্টাব্দে জনঘনত্ব ছিল 77 জন প্রতি বর্গকিমিতে। কিন্তু 1911 খ্রিস্টাব্দে জনঘনত্ব হয় 82 জন প্রতি বর্গকিমিতে। একমাত্র 1911-21 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে। জন করে কমে গিয়েছিল। এই সময় মৃত্যুহার খুব বেশি হওয়ার জন্য এরকম ঘটনা ঘটে। 1921-31 খ্রস্টাব্দের মধ্যে জনঘনত্ব বৃদ্ধি পেয়ে হয় প্রতি বর্গকিমিতে 81 জন থেকে 90 জন। কিন্তু 1931-41 খ্রিস্টাব্দের মধ্যে প্রতি বর্গকিমিতে জনঘনত্ব 103 জন করে বৃদ্ধি পেয়েছিল।
স্বাধীনতালাভের পর 1951 খ্রিস্টাব্দে ভারতের আদমসুমারি বিশ্লেষণ করে দেখা যায় যে, এই সময় জনঘনত্ব ছিল 117 জন প্রতি বর্গকিমি। এর পর মৃত্যুহার কমে যাওয়া এবং জন্ম হার বৃদ্ধির ফলে ভারতের জনসংখ্যা ও জনঘনত্ব দুটোই দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করে। 1951-1981 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 117 জন থেকে বৃদ্ধি পেয়ে 216 জন হয়। এই সময় জন্মহার একটু একটু করে হ্রাস পেতে শুরু করেছিল। 1991-2001 খ্রিস্টাব্দের মধ্যেও জনঘনত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছিল। 1981-2001 খ্রিস্টাব্দের মধ্যে জনঘনত্ব প্রায় 100 জন প্রতি বর্গকিমিতে বৃদ্ধি পায়। 2001 খ্রিস্টাব্দে ভারতের জনঘনত্ব ছিল 324 জন প্রতি বর্গকিমিতে। 2001-2011 খ্রিস্টাব্দের মধ্যবর্তী এই 10 বছর ভারতের জনসংখ্যার বিবর্তন বিশ্লেষণ করে দেখা যায় যে, এই সময় ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছে। আগামী দশ বছরের মধ্যেও ভারতের জনসংখ্যার পরিকাঠামো অনেক পরিবর্তন ঘটবে।
রাজ্যের জনঘনত্বের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যে, বিগত দশকে বিহার রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে এই রাজ্যে প্রতি বর্গকিমিতে 299 জন জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে।
ট্রিগত দশকে পশ্চিমবঙ্গো 126 জন প্রতি বর্গকিমিতে বৃদ্ধি পেয়েছে। 2001-11 খ্রিস্টাব্দের মধ্যে যে-সব প্রজ্যে অধিক জনঘনত্ব বৃদ্ধি ঘটেছে যে সব রাজ্যগুলি হল- উত্তরপ্রদেশ (138), হরিয়ানা (95), ঝাড়খণ্ড (ক) তামিলনাড়ু (75), পান্তাব (66), অসম (57)। নাগাল্যান্ড রাজ্যে 2001 খ্রিস্টাব্দ অপেক্ষা 2011 খ্রিস্টাব্দে জনগনয় 120-119 = 1 জন প্রতি বর্গকিমিতে বৃদ্ধি পেয়েছে।
যে সব রাজ্যে খুব কম পরিমাণে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে সেগুলি হল- অরুণাচল প্রদেশ (4), মিজোরাম (9) এরিম (10), হিমাচল প্রদেশ (14)। প্রধানত ভূমিরূপের বন্ধুরতার জন্য এখানে জনঘনত্বের বিশেষ পরিবর্তন ঘটেনি। কন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (NCT) দিল্লীতে 2001 খ্রিস্টাব্দে জনঘনত্ব ছিল 9340 জন প্রতি বর্গকিমিতে। 2011 খ্রিস্টাব্দে এই জনঘনত্ব হয়েছে 11297 জন প্রতিবর্গকিমিতে। অর্থাৎ এখানে বিগত এক শতে জনঘনত্ব 1957 জন বৃদ্ধি পেয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জনঘনত্ব খুব কম বৃদ্ধি পেয়েছে।