welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

শিশু লিঙ্গ-অনুপাত 2011 খ্রিস্টাব্দ (Child Sex-Ratio 2011)

শিশু লিঙ্গ-অনুপাত 2011 খ্রিস্টাব্দ (Child Sex-Ratio 2011)


রাজের সবচেয়ে একমাত্র নবগঠিত দিউ এই ভারতে শিশু লিঙ্গ-অনুপাতের মান খুবই কম। বছর বছর শিশু লিঙ্গ-অনুপাতের মান কমে আসছে। ভারতে সাধারণ লিঙ্গ-অনুপাতের মান 1000 940। কিন্তু শিশু লিঙ্গ-অনুপাতের মান 1000:9141 বিগত 50 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যে, 1961 খ্রিস্টাব্দে ভারতে শিশু লিঙ্গ-অনুপাতের মান অনেক বেশি ছিল (1000: 976)। কিন্তু 2011 খ্রিস্টাব্দে এই অনুপাত হল 1000: 914। ফলে ভারতের জনসংখ্যার লিঙ্কা-কাঠামোতে এবং জনসংখ্যা পিরামিডে এর প্রভাব দেখা যায়। কন্যা ভ্রুণ হত্যা এখনও অত্যন্ত গোপনে করা হয়ে থাকে। শিশু লিঙ্গ-অনুপাতের মান কমে যাওয়ার জন্য কন্যা ভ্রুণ হত্যাকে দায়ী করা হয়েছে।


ভারতের রাজাগুলির মধ্যে মিজোরাম রাজ্যে শিশু লিঙ্গ-অনুপাতের মান সবচেয়ে বেশি (1000: 971) কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শিশু লিঙ্গ-অনুপাতের মান সবচেয়ে বেশি (1000: 966)। মেঘালয় রাজ্যে শিশু লিঙ্গ-অনুপাতের মান (1000: 970)। কোনো রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলে শিশু লিঙ্গ-অনুপাতের মান 1000 অতিক্রম করে নি।


ভারতের অন্যান্য রাজ্য যেখানে জাতীয় ক্ষেত্রের মানের চেয়ে (1000: 940) শিশু লিঙ্গ-অনুপাত বেশি সেই সাবরের অন্যান্য ছত্তিশগড় (964), অষুণাচল প্রদেশ (960), কেরল (959), অসম (1: 957),ত্রিপুরা (953), পশ্চিমবঙ্গা (950), তামিলনাড়ু (946), নাগাল্যান্ড (944), সিকিম (944), কর্ণাটক (আ) অন্ধ্র প্রদেশ (943), ঝাড়খণ্ড (943), মণিপুর (934), ওড়িশা (934), বিহার (933), গোয়া (920)। হরিয়ান রাজ্যে শিশ লিঙ্গ-অনুপাতের মান সবচেয়ে কম (1000: 830)। পাঞ্জাব রাজ্যেও এর মান যথেষ্ট বন মোট এদিকে পিয়(846)


ভারতে শিশু লিঙ্গা-অনুপাতের মান বৃদ্ধির জন্য নিম্নলিখিত ব্যবস্থা গৃহীত হয়েছে।


(a) স্বাক্ষরতার হার বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।


(b) ভ্রুণহত্যা নিষিদ্ধ করা হয়েছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইনগত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষদ করা হয়েছে। আইনভঙ্গকারীকে শাস্তিপ্রদানের কথা বলা হয়েছে।


(c) সন্তান সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য মায়েদের ঘন ঘন councelling করানো হয়।


(d) বিভিন্ন গণমাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য সর্বদা প্রচার করা দরকার। কন্যাসন্তান যে সর্বক্ষেত্রে পুত্রসন্তানের সমতুল্য সেই সংস্কৃতি মানুষের মধ্যে গড়ে তোলা দরকার।


(e) সারকারকে সবার আগে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা দরকার যার মাধ্যমে শিশু লিঙ্গ-অনুপারের মান বাড়ানো সম্ভব হয়।


(f) গ্রামাঞ্চলে কিংবা শহরাঞ্চলে কন্যাসন্তান-এর প্রতি যে অবহেলা করা হয় সেটিও পরোক্ষভাবে দায়ী বলে সমাজবি

জ্ঞানীগণ মনে করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01