ভারত সরকারের 2010 সালের জন্য জাতীয় সামাজিক জনসংখ্যাগত কর্মসূচি(National Population Policy of Government of India for 2010)
ভারত সরকারের 2010 সালের জন্য (2000 সাল-2010 সাল) জাতীয় জনসংখ্যা কর্মসূচিতে কতগুলি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের কথা বলা হয়েছে। যেমন-
(i) মৌলিক প্রজনন স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য পরিকাঠামো প্রদান করা।
(ii) 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা।
(iii) প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ছেলেমেয়েদের মধ্যে স্কুল ছুট (Drop out) 20% নীচে নামিয়ে আনতে হবে।
(iv) প্রতি 1000 জীবিত নবজাতকের মধ্যে মৃত্যুহার 30-এর নীচে কমিয়ে আনতে হবে।
(v) প্রতি 1000 প্রসূতি নারীর মধ্যে মৃত্যুহার 100-এর নীচে নামিয়ে আনতে হবে।
(vi) সস্তান প্রসব ৪০% ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিষ্ঠানে এবং 100% ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের করানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
(vii) জন্মনিয়ন্ত্রণ কর্মসূচির বাস্তব রূপায়ণ, পরিবার পরিকল্পনার জন্য পরামর্শ প্রদান এবং কৃত্রিম ও নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে প্রচার কর্মসূচি সফলভাবে করতে হবে।
(viii) সরকারি নথিভুক্তকরণ খাতায় 100 ভাগ জন্ম, মৃত্যু, বিবাহ এবং গর্ভধারণ নথিভুক্ত করতে হয়
(ix) এইড্স (AIDS) রোগের বিস্তার রোধ করার জন্য সামাজিক কর্মসূচি পালন করা এবং জা এইড্স নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে এই রোগের বিস্তার রোধ করতে হবে।
(x) বিভিন্ন ধরনের সংক্রামক রোগগুলি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করতে হবে।
(xi) ভারতে যেসব চিকিৎসা পদ্ধতির প্রচলন আছে সেগুলির মধ্যে সমন্বয় সাধন ঘটাতে হয়
(xii) ছোটো পরিবার গঠনের জন্য বেশি করে প্রচার করতে হবে।
(Xiii) বিভিন্ন ধরনের পরিবার কল্যাণমূলক কর্মসূচি বেশি করে পালন করতে হবে।
(xiv) মেয়েদের বিবাহের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হচ্ছে।