welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতের জনসংখ্যার নীতি, 2000 (Population Policy, 2000)

ভারতের জনসংখ্যার নীতি, 2000 (Population Policy, 2000)


জনসংখ্যার নীতি, 2000 (Population Policy, 2000)

2000 খ্রিস্টাব্দে ভারত সরকার আবার জনসংখ্যা নীতি ঘোষণা করেন।


নীতিসমূহ নিম্নরূপ-

1. প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র এবং সমষ্টি উন্নয়ন কেন্দ্রের শক্তি বৃদ্ধি করা।


2. স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।


3. ভ্রাম্যমাণ চিকিৎসকরা প্রসার বৃদ্ধি করা, প্রাথমিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ দান কর্মসূচির সুযোগ বৃদ্ধি করা।


4. বেসরকারি চিকিৎসার যাতে নির্ধারিত দায়িত্ব পালনে সক্ষম হন তার সুব্যবস্থা করা।


5. নারী শিক্ষায় অগ্রগতি ও মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষিত করার দিকে লক্ষ রাখার কথা বলা হয় যাতে শিশুমৃত্যুর ঘটনা ও রুগ্ন শিশুর সংখ্যা কমানো যায়।


জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে চিন নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে জন্ম নিয়ন্ত্রণ নীতি প্রবর্তনের কথা চিনের সংবিধানে বলা হয়েছে। চিনে পরিবার পিছু শহরে একটি সন্তান এবং গ্রামে পরিবার পিছু দুটি সন্তানের নীতি চালু আছে। বর্তমানে চিনে সর্বত্র পরিবার পিছু একটি সন্তান গ্রহণের নীতি গৃহীত হয়েছে। অর্থনীতিবিদ অমর্ত্য সেন চিনের কর্মসূচি থেকে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিয়েছেন ভারত সরকারকে। তাঁদের মতে ভারতের বিপুল জনসংখ্যাকে মানুষ মানব সম্পদে (Human Resource) পরিণত করতে হলে নিম্নলিখিত সুবিধাগুলি সুনিশ্চিত করতে হবে।


1. দেশের সর্বত্র গ্রাম-শহর নির্বিশেষে শিক্ষার প্রসার সুনিশ্চিত করতে হবে।


2. দেশের জনগণের স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। উপার্জনশীল মানুষ সহ সকল মানুষ যেন চিকিৎসার সুযোগ পান, তা দেখতে হবে।


3. অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর মানুষদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে।


4. দেশে কৃষির ভূমিসংস্কার কর্মসূচি সফল করতে হবে।


5. মুক্ত বাজার অর্থনীতি প্রয়োগ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যাতে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।


ভারত সরকারের জনসংখ্যা নীতি অনুসারে ২০২৬ খ্রিস্টাব্দে ভারতে জনসংখ্যা স্থিতিশীল হবে। তবে উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে এই স্থিতাবস্থার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এই রাজ্যগুলিতে জন্মহার অধিক। অবশ্য ২০২১ থেকে ২০৫১ খ্রিস্টাব্দের মধ্যে তামিলনাড়ু, কেরল ও পাঞ্জাবের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হবে বলে সরকার মনে করেন। অনুমান করা হচ্ছে ২০৫১ খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা হবে ১৬৪ কোটি।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01