ভারত সরকার জনসংখ্যা নীতি, 1976 (Population Policy of Government of India)
1976 খ্রিস্টাব্দে ভারত সরকার 'ন্যাশানাল পপুলেশান পলিসি' (NPP) গ্রহণ করেন। ভারতে জনসংয্য বিস্ফোরণ (Population explosion) সংক্রান্ত সমস্যার বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই প্রসঙ্গে সরকার স্পষ্ট করে উল্লেখ করে যে, কেবলমাত্র জনশিক্ষা এবং আর্থিক উন্নয়নের দ্বারা এই সমস্যার আশু সমাধান করা সম্ভব নয়।
1976 খ্রিস্টাব্দের 'জনসংখ্যা নীতি'র বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ
(i) মেয়েদের ক্ষেত্রে বিবাহের বয়স ১৪ বছর এবং ছেলেদের ক্ষেত্রে বিবাহের বয়স 21 বছর করার জন্য আইন প্রণয়নের প্রস্তাব রাখা হয়। জন্মহার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই প্রস্তাব রাখা
(ii) দেশের সর্বত্র নারী শিক্ষার বিস্তারের লক্ষ্যে কর্মসূচি গ্রহণের প্রস্তাব রাখা হয়। কারণ নারীশিক্ষ এবং সন্তানধারণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
(iii) শিক্ষা ব্যবস্থার মধ্যে জনসংখ্যার মান সম্পর্কে শিক্ষাদানের ব্যবস্থা করার প্রস্তাব থাকে যাতে তরুণ সমাজ জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সমস্যা সম্পর্কে অবহিত থাকতে পারে।
(iv) জন্ম নিয়ন্ত্রণে অংশগ্রহণকারী পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য অর্থ সংগ্রহের প্রস্তাব।
(v) সমগ্র দেশব্যাপী গ্রাম-শহর নির্বিশেষে জন্ম নিয়ন্ত্রণের সুফল সংক্রান্ত বার্তা প্রচারের ব্যবস্থা করা।
(vi) বন্ধ্যাত্বকরণ বাধ্যতামূলক করার জন্য কোনো কেন্দ্রীয় আইন প্রণয়ন না করার কথা বলা হয়। কারণ সারা দেশে বন্ধ্যাত্বকরণ কর্মসূচি প্রণয়ন করার মতো পরিকাঠামো সমানভাবে নেই।