welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পৃথিবীর বায়ুচাপ তথা সমপ্রেষ বা সমচাপরেখার বণ্টন (World Distribution of Air Pressure and Isobar) :

পৃথিবীর বায়ুচাপ তথা সমপ্রেষ বা সমচাপরেখার বণ্টন (World Distribution of Air Pressure and Isobar) :


ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীব্যাপী বায়ুচাপের পার্থক্য লক্ষ করা যায়। অর্থাৎ, পৃথিবীর তাপবলয়গুলির মতো পৃথিবীর চাপবলয় ও চাপকক্ষগুলিও সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে উত্তর ও দক্ষিণ দিকে সরে যায়। চাপবলয়গুলির স্থান পরিবর্তনের অর্থ সমচাপরেখাগুলিরও স্থানান্তর। শুধু তাই নয়, বায়ুচাপবলয় ও বায়ুচাপ কক্ষগুলি যখন যে অঞ্চলের সমুদ্র বা জলভাগের ওপর অবস্থান করে, সেখানকার সেই সময়ের উন্নতা অনুযায়ী তাদের বিস্তার বা সঙ্কোচন ঘটে এবং সমচাপরেখার বিন্যাসের পরিবর্তন হয়।


• ক্রান্তীয় অঞ্চলে বায়ুচাপের অবস্থা (Pressure condition of tropical region): ক্রান্তীয় অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর প্রায় লম্বভাবে ভূপৃষ্ঠে পড়ায়, এখানে সারাবছরই উয়তা বেশি থাকে। তাই বার্ষিক উন্নতার প্রসরও খুব কম হয়। সুতরাং এই অঞ্চলে বায়ুর চাপের ঋতুগত পার্থক্য বেশি হয় না।


• উচ্চ সমাক্ষরেখায় বায়ুচাপের অবস্থা (Atmospheric pressure condition of the high lati- tudes): এই অঞ্চলে উয়তার ঋতুগত পার্থক্য অনেক বেশি। তাই উন্নতার প্রসরও অনেক বেশি। সুতরাং বায়ুর চাপের তারতম্যও অনেক বেশি। তাই উত্তর গোলার্ধে স্থলভাগ অধিক বিস্তৃত হওয়ায় উন্নতার বৈষম্যমূলক প্রভাব বেশি। তাই এখানে শীতকালীন ও গ্রীষ্মকালীন বায়ুচাপের পার্থক্যও বেশি হয়ে থাকে। জানুয়ারি ও জুলাই মাসে এই পার্থক্য সর্বাধিক হয়। তাই পৃথকভাবে এই দু'মাসের বায়ুচাপের বণ্টনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হল।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01