welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিদ্যুতের ঝলক ও বজ্রধ্বনি কাকে বলে (what is Lightning and thunder)

বিদ্যুতের ঝলক ও বজ্রধ্বনি কাকে বলে ?(what is Lightning and thunder ?) :


একস্থান থেকে অন্যস্থানে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সময় যে আলোর সৃষ্টি হয় তাকেই বিদ্যুতের ঝলক (lightning) বলে। বজ্রঝড়ের পরিণত পর্যায়ে বিদ্যুতের ঝলক দেখা যায়। প্রধানত এক মেঘ থেকে অন্য মেযে কিংবা মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে বিদ্যুৎপ্রবাহের কারণে বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়। তবে ৪০% বিদ্যুতের ঝলক মেঘের মধ্যে তড়িৎ প্রবাহের কারণেই ঘটে।  বায়ুর মধ্যে দিয়ে তীব্র গতি বেগে তড়িৎ প্রবাহের ফলে বায়ুর উষ্ণতা হঠাৎ বহু গুণ বৃদ্ধি পায় (30,000° সেলসিয়াস)। এটি সৌরপৃষ্ঠের তাপমাত্রার তুলনায় 5 গুণেরও বেশি শক্তিশালী। এভাবে হঠাৎ উন্নতা বৃদ্ধি পাওয়ায় বায়ু বহুগুণে প্রসারিত হয়। কিন্তু তাকে পরিবেষ্টন করে থাকা বায়ু ততটা প্রসারিত হতে পারে না। ফলে প্রসারিত হওয়া বায়ুর তীব্র ধাক্কায় তরঙ্গের সৃষ্টি হয়, যা বিকট শব্দের সৃষ্টি করে। একেই বজ্রধ্বনি (thunder) বলে।

           ভূপৃষ্ঠ থেকে বজ্রধ্বনি বিদ্যুৎ ঝলকের অনেক পরে শোনা যায়। কারণ তড়িৎপ্রবাহের সঙ্গে সঙ্গেই বিদ্যুতের ঝলক আমাদের চোখে এসে পড়ে। কিন্তু বজ্রধ্বনি প্রতি সেকেন্ডে মাত্র 330 মিটার বেগে প্রবাহিত হয়। তাই অতি সহজেই কত দূরে বিদ্যুতের ঝলক ও বজ্রধ্বনির সৃষ্টি হয়েছে নির্ণয় করা সম্ভব হয়। যদি বিদ্যুৎ ঝলকের 15 সেকেন্ড পর বজ্রধ্বনি শোনা যায় তাহলে সহজেই নির্ণয় করা যায় যে বজ্রধ্বনিটি 5 কিমি দূরত্বে সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01