welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুচাপের উল্লম্ব বণ্টনের তারতম্য (Variation in the distribution of Vertical air- pressure):

বায়ুচাপের উল্লম্ব বণ্টনের তারতম্য (Variation in the distribution of Vertical air- pressure):

বায়ুচাপের নিয়ন্ত্রকগুলি নিয়ে আলোচনার সময়ই আমরা প্রত্যক্ষ করেছি যে সমুদ্রসমতল থেকে 270 মিটার উচ্চতা বৃদ্ধিতে 34 mb বা 900 ফুট উচ্চতা বৃদ্ধিতে 1" করে বায়ুচাপ কমে। অর্থাৎ, সমুদ্রসমতলে বায়ুচাপ সর্বাধিক হয়। সমুদ্রপৃষ্ঠে গড় সর্বজনীন প্রমাণ বায়ুর চাপ 1013-25 mb এবং এটা সর্বজনস্বীকৃত যে প্রতি 10 মিটার উচ্চতা বৃদ্ধিতে 1 mb করে বায়ুচাপ কমতে থাকে। এর প্রধান কারণ হল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসীয় উপাদানের পরিমাণ যেমন কমতে থাকে, তেমনি কম আণবিক গুরুত্ব বা ভর বিশিষ্ট গ্যাসীয় উপাদানের অবস্থান বেশি হতে থাকে। অর্থাৎ, হালকা গ্যাসগুলি তুলনামূলকভাবে অধিক উচ্চতায় দেখা যায়।


6.1

 চিত্র নং: 6.1-এ উচ্চতার পরিবর্তনের সঙ্গে বায়ুচাপের পরিবর্তনের মধ্যে একটি সম্পর্ক দেখানো হল। চিত্রে গড় সমুদ্রতলে 1013.25 mb-কে প্রমাণ চাপ ধরে উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমলে কী ধরনের লেখচিত্র তৈরি হবে তা দেখানো হল। তবে এই বক্ররৈখিক লেখচিত্রটি তৈরির সময় তাপমাত্রাকে ধ্রুবক ধরা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে উচ্চতার পার্থক্যে বৈষম্যমূলক উত্তাপ প্রক্রিয়ার প্রভাবে বায়ুচাপের মধ্যে সামান্য পার্থক্য হতে পারে। তাই এই রেখচিত্রটির স্থানভেদে সামান্য পরিবর্তন লক্ষ করা যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01