ক্রান্তীয় ঘূর্ণবাত (Tropical Cyclone)
ভূমিকা (Introduction) :
ক্রান্তীয় অঞ্চলে সচরাচর আবহাওয়ার খুব একটা পরিবর্তন লক্ষ করা যায় না। সারাবছর ধরে আবহাওয়া মোটামুটি একই থাকে। বছরের একটা নির্দিষ্ট সময় শুষ্ক-শীতল প্রকৃতির আবহাওয়া, আর বাকি সময়ে উয় ও আর্দ্র প্রকৃতির আবহাওয়া বিরাজ করে। মাঝেমধ্যে বছরের একটি নির্দিষ্ট সময়ে কিছু নির্দিষ্ট অঞ্চলে বিশেষত জলভাগের ওপর আবহাওয়াগত গোলযোগ লক্ষ করা যায়। এই আবহাওয়াগত গোলযোগই কখনো কখনো বিশাল আকার ধারণ করে বিধ্বংসী ঘূর্ণবাতের সৃষ্টি করে।
সংজ্ঞা ও প্রকৃতি (Definition and Nature):
নিরক্ষরেখার উভয়পার্শ্বে ক্রান্তীয় মণ্ডলে 5° থেকে 30° অক্ষরেখার মধ্যে সমুদ্রের ওপরে সৃষ্ট সমকেন্দ্রীক বদ্ধ সমপ্রেষ রেখা দ্বারা পরিবেষ্টিত নিম্নচাপকে কেন্দ্র করে যেসব ঘূর্ণবাতের উৎপত্তি হয় তাদের ক্রান্তীয় ঘূর্ণবাত (Tropical cyclone) বলে। ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুচাপ সর্বনিম্ন। তবে ক্রান্তীয় ঘূর্ণবাত বলতে কোনও সুনির্দিষ্ট ঘূর্ণবাতকে বোঝায় না। ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট সমস্ত প্রকার ঘূর্ণবাতই ক্রান্তীয় ঘূর্ণবাত। এটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। যেমন-আমেরিকার মিসিসিপি অববাহিকায় এটি টর্নেডো, বঙ্গোপসাগরে সাইক্লোন, চিন সাগরে তাইফুন নামে পরিচিত।