welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতবর্ষে ক্রান্তীয় ঘূর্ণবাত (Tropical Cyclone in India) :

ভারতবর্ষে ক্রান্তীয় ঘূর্ণবাত (Tropical Cyclone in India) :


ভারতবর্ষে সৃষ্টি হওয়া ক্রান্তীয় ঘূর্ণবাত সাইক্লোন নামে অভিহিত। প্রাক্-গ্রীষ্ম থেকে শরতের শুরু পর্যন্ত সময়ের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলে ভারতের মোট ঘূর্ণবাতের প্রায় 90 শতাংশ ঘূর্ণবাত সংঘটিত হয়। এই ঘূর্ণবাতের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডুর উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন। নিম্নলিখিত কতগুলি আদর্শ অবস্থার কারণে বঙ্গোপসাগরে প্রতিবছরই সাইক্লোনের সৃষ্টি হয়।


1. সূর্যের উত্তরায়ণের ফলে ITCZ তথা তাপবিষুব অঞ্চল মোটামুটি বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করার ফলে বহুদিন ধরে জলভাগ উত্তপ্ত হতে থাকে এবং 27° সেলসিয়াসের ওপর চলে যায়। ফলে শক্তিশালী


ঘূর্ণবাত সৃষ্টির জন্য প্রয়োজনীয় আর্দ্রতার জোগান অব্যাহত থাকে।


2. বঙ্গোপসাগর তুলনামূলক অগভীর সমুদ্র হওয়ায় অধিক গভীরতা পর্যন্ত জল উয় থাকতে পারে এবং পরিচলন প্রক্রিয়ার প্রভাবে নীচের শীতল পৃষ্ঠ ওপরে উঠে আসতে পারে না।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01