welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

টর্নেডো উৎপত্তির অনুকূল পরিবেশ (tornado Favourable conditions for the origin) :

টর্নেডো উৎপত্তির অনুকূল পরিবেশ (tornado Favourable conditions for the origin) : 

টর্নেডোর আকার বা আকৃতি ছোটো। এগুলি স্বল্পক্ষণের জন্য স্থায়ী হয় বলে এদের গঠন প্রক্রিয়া সম্বন্ধে এখনো সম্পূর্ণ তথ্য পাওয়া সম্ভব হয়নি। বিভিন্ন গবেষণা, উপগ্রহ চিত্র ও র‍্যাডার চিত্র থেকে যে সকল তথ্য পাওয়া গেছে তা থেকে টর্নেডোর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বগুলির মধ্যে কিছু তত্ত্বকে এই সকল তথ্য দ্বারা প্রমাণ করা সম্ভব হয়েছে। যে সমস্ত নিয়ন্ত্রক টর্নেডো সৃষ্টির জন্য দায়ী, তা হল- 


1. ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ু উয় ও আর্দ্র থাকা বাঞ্ছনীয়। চারপাশের তুলনায় বায়ু অধিক উন্ন হলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। বায়ু আর্দ্র হলে ঘনীভূত হওয়ার সময় প্রচুর পরিমাণে লীনতাপ ত্যাগ করে যা টর্নেডোকে শক্তিশালী করে তোলে। 


2. ভূপৃষ্ঠ সংলগ্ন তাপমাত্রার সঙ্গে বায়ুর ওপরের স্তরের তাপমাত্রার পার্থক্য অনেকটা বেশি থাকা প্রয়োজন। এতে খাড়া তাপবিযুক্তি ঢালের সৃষ্টি হয়, যা বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহে সাহায্য করে।


 3. আর্দ্র বায়ুর ওপরের স্তরের বায়ু শুষ্ক হলে টর্নেডো সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব দিকে মিসিসিপি অববাহিকায় বসন্তকাল থেকে শরৎকালের মধ্যে সবচেয়ে


বেশি টর্নেডো সৃষ্টি হতে দেখা যায়। কারণ এই সময় শীতল মহাদেশীয় বায়ুপুঞ্জের অবস্থানের জন্য আকাশ পরিষ্কার থাকে বলে সরাসরি সৌররশ্মি এসে পড়ায় ভূভাগ অত্যন্ত দ্রুত উত্তপ্ত হওয়ার সুযোগ পায়। ফলে এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ছোটো ছোটো নিম্নচাপগুলি উয় ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হলে গভীরতর হতে থাকে এবং বায়ু ঊর্ধ্বমুখী হয়ে পরিচলন স্রোতের (Convection current) সৃষ্টি করে। এই অঞ্চলে ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত বায়ু উয় ও আর্দ্র প্রকৃতির হয়। এটি মেক্সিকো উপসাগর থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এর ঠিক ওপরে মধ্য ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্বে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এই দুই বায়ুস্তরের মাঝামাঝি সংযোগস্থলকে শুষ্করেখা (Dry Line) বলে। মধ্য ট্রপোস্ফিয়ারের ওপর দিয়ে প্রবাহিত শুষ্ক বায়ুর ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে জেট বায়ু প্রবাহিত হলে টর্নেডো সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। সুতরাং মধ্য ট্রপোস্ফিয়ার ও নিম্ন ট্রপোস্ফিয়ারের মধ্যে উয়তা ও আর্দ্রতার বিরাট পার্থক্য তৈরি হওয়ায় তাপবিযুক্তি হার (steep lapse rate) হয় সর্বাধিক। এই পরিস্থিতিতে উয় ও আর্দ্র বায়ু অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে শীতলীকৃত হয়ে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। উপরন্তু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে জেট বায়ুর নিম্নচাপীয় দ্রোণী (trough) অবস্থান করায় বায়ুর বহির্মুখী প্রবাহ (strong divergent) দ্রুত হয়। ফলে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে ফানেলের মধ্য দিয়ে উয় ও আর্দ্র বায়ু তীব্র বেগে উঠতে থাকায় টর্নেডো আরও শক্তিশালী হয়ে ওঠে।





একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01