welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত (Temperate or Extratropical Cyclone):

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত (Temperate or Extratropical Cyclone): 


ভূমিকা (Introduction):

 নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আবহাওয়াগত গোলযোগের কারণেই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এই বৃহৎ ঘূর্ণাবর্তই নাতিশীতোয় ঘূর্ণবাত (Temperate Cyclone) নামে পরিচিত। মধ্য-অক্ষাংশীয় অঞ্চলে এই ঘূর্ণবাতের উৎপত্তি হয় বলে একে মধ্য-অক্ষাংশীয় ঘূর্ণবাতও (mid-latitude cyclone) বলে। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাতের তুলনায় নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি, গঠন ও বৈশিষ্ট্য অনেকটাই জটিল।


নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বসমূহ (Theories of origin of Temperate Cyclone)


মধ্য-অক্ষাংশীয় অঞ্চলের মেরুবৃত্ত সংলগ্ন এলাকায় নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি সম্পর্কিত গবেষণার সূত্রপাত হয় অষ্টাদশ শতকের শেষ ভাগে। যদিও নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি সম্পর্কিত যুক্তিসংগত মডেলটির আবিষ্কার হয় বিংশ শতাব্দীর 20-র দশকে বার্কনেসের নেতৃত্বে একদল নরওয়েজীয় আবহবিদের সৃষ্ট মেরুসীমান্ত তত্ত্ব (Polar front theory) রূপে। তবে বার্কনেসের প্রায় 95 বছর পূর্বে মধ্য-অক্ষাংশীয় ঘূর্ণবাতের উৎপত্তি বিষয়ক ধারণা পাওয়া যায় প্রাশিয়ার আবহাওয়া দপ্তরের সঞ্চালক (Director of Prussian Meteorological Institute) ডাভ (Dove)-এর কাছ থেকে। এরপর ফিজ়রয়, গ্যালটন, লে, অ্যাবের ক্রম্বি ও ম্যারিয়ট, স্য ও ল্যামফার্ট-এর নেতৃত্বে নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি সংক্রান্ত ধারণাটি ক্রমশ যুক্তিপূর্ণ হতে থাকে। অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবের জন্য ঘূর্ণবাত বিকাশের সঠিক মডেল নির্ণয় করতে না পারলেও এই সকল আবহাওয়াবিদ বর্তমানের বাস্তব মডেলটির কাছাকাছি ধারণা দিতে অনেকটাই সক্ষম হয়েছিলেন। তবে বার্কনেস প্রদত্ত মেরুসীমান্ত মতবাদটি নাতিশীতোয় ঘূর্ণবাতের একটি আদর্শ, বাস্তবসম্মত ও বিজ্ঞাননির্ভর যুক্তি দিতে সক্ষম হয়। এই তত্ত্বেই সর্বপ্রথম সীমান্তের (front) ধারণা উঠে আসে। তাই ঘূর্ণবাতের উৎপত্তির মডেলগুলিকে এই তত্ত্বের ভিত্তিতে দুটি বৃহৎ পর্যায়ে ভাগ করা হয়। মেরুসীমান্ত তত্ত্বের আগে পর্যন্ত অর্থাৎ সীমান্ত উৎপত্তির ধারণার পূর্বে যে সকল ঘূর্ণবাতের মডেল রয়েছে সেগুলি নাতিশীতোয় ঘূর্ণবাতের প্রাচীন তত্ত্ব (Classical theory) এবং মেরু সীমান্তসহ পরবর্তী মডেলগুলি আধুনিক তত্ত্ব (Modern theory) বলে গণ্য করা হয়।




একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01