বায়ুপুঞ্জের উৎসস্থল (Source regions of Air mass) :
বায়ুপুঞ্জের পরিচিতি নির্ভর করে সেটি কোন্ অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে তার ওপর। অর্থাৎ, উৎস অঞ্চলের তাপমাত্রা, আর্দ্রতার পরিমাণ ইত্যাদি প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বায়ুপুঞ্জের প্রকৃতি নির্ধারণ করে। যদি উৎস অঞ্চলটি শীতল জলবায়ু অঞ্চলে অবস্থান করে, তবে বায়ুপুঞ্জ শীতল প্রকৃতির হয়। আবার, উৎস অঞ্চলটি উয় জলবায়ু অঞ্চলে অবস্থান করলে বায়ুপুঞ্জটি উয় প্রকৃতির হয়। অনুরূপভাবে, এটি আর্দ্র জলবায়ু অঞ্চলে অবস্থান করলে বায়ুপুঞ্জ অধিক আর্দ্র প্রকৃতির হয়, শুষ্ক হলে বায়ুপুঞ্জও শুষ্ক প্রকৃতির হয়। সুতরাং বায়ুপুঞ্জের উৎস অঞ্চল বলতে ভূপৃষ্ঠের একটি বিশেষ অঞ্চলকে বোঝায় যেখানে বায়ুপুঞ্জ একই তাপমাত্রা ও আর্দ্রতা অর্জন করে। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, যে অঞ্চলে বায়ুপুঞ্জের উৎপত্তি হয় এবং যে বিশাল অঞ্চল জুড়ে সেটি অবস্থান করে, সেই অঞ্চলের নামানুসারে বায়ুপুঞ্জের নামকরণ হয়। যেমন-cr-এর অর্থ হল মহাদেশীয় মেরু বায়ু (Polar Continen- tal)। অর্থাৎ, এই বায়ুপুঞ্জটি মেরু অঞ্চলে অবস্থিত মহাদেশীয় স্থলভাগ থেকে উৎপত্তি লাভ করেছে।