welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন (Shifting of Pressure Belt):

বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন (Shifting of Pressure Belt):


পৃথিবীতে বায়ুচাপবলয়গুলির অবস্থান নির্দিষ্ট হলেও এগুলি সারাবছর একই স্থানে আবদ্ধ থাকে না। ঋতু পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের চাপবলয়গুলি সূর্যের আপাত গতির সঙ্গে তাল মিলিয়ে তাদের সীমানা পরিবর্তন করে। ঋতুভেদে এগুলি প্রায় 10° উত্তর ও 10° দক্ষিণে সরে যায়। উত্তরায়ণের সময় চাপবলয়গুলি কিছুটা উত্তরদিকে সরে যায় এবং Destination সময় কিছুটা দক্ষিণ দিকে সরে অবস্থান করে।



চাপবলয়ের এই স্থানান্তরের প্রধান কারণ হল উয়তার পরিবর্তন। বায়ুচাপ বায়ুর উয়তার ওপর নির্ভরশীল। বায়ুর উয়তা নির্ভর করে 'মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের ওপর'। ভূপৃষ্ঠের কোনো স্থানে মধ্যাহ্নকালে সূর্যরশ্মি যত ডিগ্রি (°) কোণ করে পতিত হয়, সেই কোণকে মধ্যাহ্ন সূর্যরশ্মির 'আপতন কোণ' বা 'পতন কোণ' বলা হয়। সূর্যের বার্ষিক আপাত গতির জন্য ভূপৃষ্ঠের একই স্থানে বছরের বিভিন্ন দিন মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য ঘটে। ফলে সেই অঞ্চলে বায়ুর উয়তা ও বায়ুর চাপেরও পরিবর্তন ঘটে। তাই উত্তরায়ণের সময় অর্থাৎ জুন-জুলাই মাসে সর্বোচ্চ উয়তা নিরক্ষরেখার উত্তরে অনুভূত হয় বলে বায়ুচাপবলয়গুলি নিজেদের জায়গা থেকে কিছুটা উত্তরে সরে যায়। আবার, দক্ষিণায়নের সময় অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারি মাসে সর্বোচ্চ উয়তা নিরক্ষরেখার দক্ষিণে অনুভূত হয় বলে চাপবলয়গুলি নিজেদের জায়গা থেকে কিছুটা দক্ষিণে সরে আসে। চাপবলয়গুলির নিজস্ব এই সীমানা পরিবর্তনের ফলে নিয়ত বায়ুপ্রবাহেরও পরিবর্তন ঘটে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01