বায়ুমণ্ডলের গৌণ সঞ্চলন(Secondary Atmospheric Circulation)
ভূমিকা (Introduction) :
গৌণ বায়ুমণ্ডলীয় সঞ্চলন বলতে মাঝারি পরিসরে সংগঠিত বায়ুর সংবহনকে বোঝায়। এর আঞ্চলিক বিস্তৃতি অনেকটা স্থান জুড়েই লক্ষ করা যায়। প্রধানত প্রাথমিক বায়ুমণ্ডলীয় সঞ্চলন (Primary atmospheric circulation) থেকে গৌণ সঞ্চলনের সৃষ্টি হয়। এই ধরনের সঞ্চলন আবার ঋতুভেদে পরিবর্তিত হয়। প্রধানত ঋতুভেদে উষ্ণতার তারতম্যে এই বায়ুমণ্ডলীয় সঞ্চলন চক্রগুলি স্থান পরিবর্তন করে। ঘূর্ণবাত (Cyclone), প্রতীপ ঘূর্ণবাত (Anti-cyclone), মৌসুমি বায়ুপ্রবাহ এই ধরনের গৌণ বায়ুমণ্ডলীয় সঞ্চলনের অন্তর্গত। এগুলির আঞ্চলিক বিস্তার ও প্রভাব এক বা একাধিক দেশ জুড়ে লক্ষ করা যায়।