welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক (relation between shifting of pressure belts with planetary wind) :

 বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক (relation between shifting of pressure belts with planetary wind) :


ষষ্ঠ অধ্যায়ে আমরা আগেই দেখেছি সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সাথে সাথে বায়ুচাপবলয়গুলি পরিবর্তিত হয়। আয়নবায়ু, পশ্চিমাবায়ু এবং মেরু বায়ু প্রবাহ যেহেতু সম্পূর্ণরূপে এই চাপবলয়গুলি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এই তিন ধরনের নিয়তবায়ু প্রবাহ বলয়টিও উত্তরায়ণের সাথে সাথে চাপবলয়গুলির সঙ্গে কিছুটা উত্তর দিকে স্থানান্তরিত হয়। আবার দক্ষিণায়ণের সাথে সাথে চাপবলয়গুলির সঙ্গে কিছুটা দক্ষিণে স্থানান্তরিত হয়।



 তবে এক্ষেত্রে মেরুঅঞ্চলের উচ্চচাপ বলয়টি ব্যাতিক্রমী চরিত্র অবলম্বন করে। উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সাথে সাথে। এই উচ্চচাপ বলয়টির খুব একটা অবস্থানগত পরিবর্তন হয় না।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01