welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুপুঞ্জ গঠনের প্রাথমিক ও গৌণ শর্তাবলি (Primary and Secondary Conditions for development of Air mass):

বায়ুপুঞ্জ গঠনের প্রাথমিক ও গৌণ শর্তাবলি (Primary and Secondary Conditions for development of Air mass):


বায়ুপুঞ্জ গঠনের শর্তাবলির গুরুত্ব অনুযায়ী এগুলিকে প্রাথমিক ও গৌণ শর্তাবলি-এই দুই ভাগে ভাগ করা যায়। যথা-


(ক) প্রাথমিক শর্তাবলি: যে-কোনো অঞ্চলে বায়ুপুঞ্জ গঠনের দুটি ভৌগোলিক বৈশিষ্ট্য থাকা বিশেষ প্রয়োজন। এগুলি বায়ুপুঞ্জ সৃষ্টি ও বৈশিষ্ট্য নির্ধারণের প্রাথমিক শর্ত (Pre-requisite)। যথা-


1. বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের ভূপ্রকৃতি সমপ্রকৃতির হওয়া প্রয়োজন। উৎস অঞ্চলের ভূপ্রকৃতি বন্ধুর হলে কিংবা জলভাগ ও স্থলভাগ উভয়ই অবস্থান করলে সেই অঞ্চলে বায়ুপুঞ্জ সৃষ্টিতে বাধা পায়। ভূ-প্রাকৃতিক বিভিন্নতার কারণে উন্নতা ও আর্দ্রতার জোগানে পার্থক্য হয়। ফলে বায়ুপুঞ্জটি সমপ্রকৃতির উয়তা ও আর্দ্রতা ধরে রাখতে পারে না।


2. বায়ুপুঞ্জের উৎপত্তিস্থলে বায়ুপ্রবাহ দীর্ঘদিন ধরে শান্ত ও বহির্মুখী হওয়া প্রয়োজন। উচ্চচাপ এবং কম বায়ুচাপীয় ঢালযুক্ত প্রতীপ ঘূর্ণবাত কবলিত এলাকাই বায়ুপুঞ্জ সৃষ্টির আদর্শ উৎসস্থল। কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ বায়ুপুঞ্জ সৃষ্টিতে বাধা দেয়। প্রতীপ ঘূর্ণবাত অবস্থান করলে বায়ু সর্বদা নিম্নমুখী হওয়ায় বায়ুচাপ বৃদ্ধি স্থায়ী হয়। এর ফলে বায়ুপুঞ্জটি দীর্ঘদিন ব্যাপী অবস্থান করে তাপ ও আর্দ্রতা গ্রহণ করতে পারে।


3. বায়ুপুঞ্জের উৎস অঞ্চলটির ভূ-আবরণ সমপ্রকৃতির হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ, ওই অঞ্চলটি সমধর্মী পদার্থ দ্বারা আবৃত। যথা-জলভাগ, সমপ্রকৃতির ভূমিভাগ, বনভূমি, বরফের আচ্ছাদন ইত্যাদি।


4. বায়ুপুঞ্জটি যদি উৎস অঞ্চল অপেক্ষা অধিক শীতল হয় তবে সেটি উত্তপ্ত হয়ে পরিচলন প্রক্রিয়ায় ঊর্ধ্বমুখী হয়ে পড়ে।


5. বায়ুপুঞ্জটি উৎস অঞ্চল অপেক্ষা অধিক উষু হলে তাপ বিকিরণ করে ক্রমশ শীতল ও ভারী হয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে অবস্থান করে।


6. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎস অঞ্চলের তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন হলে বায়ুপুঞ্জের চরিত্র পরিবর্তিত হয়।



(খ) গৌণ শর্তাবলি: এই সমস্ত প্রাথমিক নিয়ন্ত্রক ছাড়াও উৎস অঞ্চলের গৌণ নিয়ন্ত্রকও রয়েছে। উৎস অঞ্চল ছেড়ে বায়ুপুঞ্জটি যখন এগোতে থাকে তখন বায়ুপুঞ্জটি যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় ওই অঞ্চলের তাপমাত্রা, আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয় এবং নিজের ধর্ম পরিবর্তন করতে থাকে। ফলে আর্দ্র বায়ুপুঞ্জ শুষ্ক কিংবা শীতল বায়ুপুঞ্জ উষু হয়ে পড়ে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01