বায়ুচাপ কক্ষ (Pressure Cell) :
পৃথিবী একটি সমসত্ত্ব উপাদান দ্বারা গঠিত ধরে নিয়ে মানচিত্রে বায়ুচাপ বলয়গুলির অবস্থান ও বিন্যাস অতি সরল করে পূর্ব-পশ্চিমে নিরবচ্ছিন্নভাবে প্রসারিত করে বলয়ের আকারে দেখানো হয়। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবী সমসত্ত্ব উপাদানে গঠিত নয়। একই অক্ষরেখা বরাবর স্থলভাগ ও জলভাগ উভয় প্রকার আবরণই দেখা যায়। উন্নতার ক্ষেত্রে স্থলভাগ ও জলভাগ যেহেতু বৈষম্যমূলক আচরণ করে, তাই একই অক্ষরেখা বরাবর স্থলভাগ ও জলভাগের মধ্যে বায়ুচাপের তারতম্য ঘটে। তাই চাপবলয়গুলি বলয়ের মতো নিরবচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন না করে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে অবস্থান করে। এগুলিকে বায়ুচাপ কক্ষ বলে। এই কক্ষগুলির মধ্যে কোনোটিতে উচ্চচাপ ও কোনোটিতে নিম্নচাপ কেন্দ্র বিরাজ করে। উচ্চচাপকেন্দ্র বিশিষ্ট বায়ুচাপ কক্ষকে উচ্চচাপ কক্ষ (High pressure cell) এবং নিম্নচাপকেন্দ্র বিশিষ্ট বায়ুচাপ কক্ষকে নিম্নচাপ কক্ষ (Low pressure cell) বলা হয়।
গ্রীষ্মকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি উত্তপ্ত হয় বলে স্থলভাগের ওপর নিম্নচাপ কক্ষ ও সমুদ্রের ওপর উচ্চচাপ কক্ষের সৃষ্টি হয়। শীতকালে আবার স্থলভাগ জলভাগ অপেক্ষা বেশি শীতল হওয়ায় স্থলভাগে উচ্চচাপ কক্ষ ও সমুদ্রে নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয়।
তবে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধের বেশির ভাগ স্থানই জলভাগ দ্বারা পরিবেষ্টিত হওয়ায় বায়ুচাপ বলয়গুলি অনেকটাই নিরবচ্ছিন্নভাবে বিস্তৃত। তাই বেশির ভাগ বায়ুচাপ কক্ষ উত্তর গোলার্ধেই লক্ষ করা যায়। চিত্র: 6.10-এর সাহায্যে জানুয়ারি ও জুলাই মাসে বায়ুচাপ কক্ষের অবস্থান দেখানো হল--
6.10 |
6.10 |
উত্তর গোলার্ধে শীতকালে চারটি প্রধান বায়ুচাপ কক্ষ দেখা যায়-
(i) প্রশান্ত মহাসাগরে অ্যালিউশিয়ান নিম্নচাপ কক্ষ (Aleutian low pressure cell),
(ii) আটলান্টিক মহাসাগরে আইসল্যান্ড নিম্নচাপ কক্ষ (Icelandic low pressure cell),
(iii) এশিয়া মহাদেশে সাইবেরীয় উচ্চচাপ কক্ষ (Siberian high pressure cell) ও
(iv) উত্তর আমেরিকায় ক্যানাডীয় উচ্চচাপ কক্ষ (Canadian high pressure cell)। উত্তর লার্ধে গ্রীষ্মকালে সমুদ্রের ওপর মধ্য অক্ষাংশীয় অঞ্চলে দুটি উচ্চচাপ কক্ষ সৃষ্টি হয়েছে। যথা-
(v) প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জের উচ্চচাপ কক্ষ (Hawaian High pressure cell) এবং
(vi) আটলান্টিক মহাসাগরে আজোরেস-বারমুডা উচ্চচাপ কক্ষ (Azores/Bermuda High Pressure Cell) এ ছাড়াও গ্রিনল্যান্ডে একটি উচ্চচাপ কক্ষ (Greenland High pressure cell) সৃষ্টি হয়। এই বায়ুচাপ কক্ষগুলি অত্যন্ত গভীর ও ট্রপোপজ পর্যন্ত বিস্তৃত হয়।