অধঃক্ষেপণ (Precipitation):
ভূমিকা (Introduction):
বায়ুমণ্ডলীয় আর্দ্রতার শিলামণ্ডল ও বারিমন্ডলে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটির নাম অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের মাধ্যমে জলচক্র সচল থাকে। অধঃক্ষেপণের ওপর সমগ্র জীবমণ্ডল নির্ভরশীল। তাই আবহাওয়া ও জলবায়ুবিদ্যার আলোচনায় অধঃক্ষেপণ প্রক্রিয়া, এর রূপভেদ, পৃথিবীব্যাপী এর বণ্টন ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংজ্ঞা (Definition):
বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় কঠিন ও তরল অবস্থায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসাকে অধঃক্ষেপণ বলা হয়। লাতিন শব্দ Pritecipito থেকে ইরেজিতে Precipitation' পদবাচ্য এসেছে। জলবায়ুবিদ কিচফিল্ড (Critchfield)-এর মতে, জলের তরল অথবা কঠিন অবস্থায় ভূপতিত হওয়াকেই অধঃক্ষেপণ বলে। (Precipitation is defined as water in liquid or solid forms falling to the earth.) ফাস্টার (Foster)-এর মতে, বায়ুমণ্ডলীয় আর্দ্রতার অবক্ষেপণই হল অধ্যক্ষেপণ। (Precipitation is deposition of atmospheric moisture.)