welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মেরু বায়ু (Polar Easterlies) :

মেরু বায়ু (Polar Easterlies) :

মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে দুটি অতিশীতল বায়ু দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত হয়। এদের মেরুবায়ু বলে। এই বায়ু উভয় গোলার্ধে 70°-80° অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়।


বৈশিষ্ট্য (Characteristics) :

(i) সুমেরু ও কুমেরু অঞ্চলে বায়ুর উন্নতা খুবই কম এবং বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকায় বায়ুর চাপ খুব বেশি। আবার, দুই মেরুবৃত্ত অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ মেরু অঞ্চলের তুলনায় বেশি হওয়ায় বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়। এর ফলে মেরুবৃত্ত অঞ্চলে বায়ুর ঘনত্ব কম থাকায় বায়ুর চাপও কম থাকে। ফলে দুই মেরু অঞ্চল থেকে উচ্চচাপের বায়ু মেরুবৃত্তের নিম্নচাপ অঞ্চলের বায়ুর শূন্যতা পূরণ করার জন্য প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চল থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় উত্তর-পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু অঞ্চল থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় দক্ষিণ-পূর্ব মেরু বায়ু । 


(ii) বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালেই এই বায়ুর প্রভাব বেশি। মেরুবায়ুর প্রভাবে দুই মেরুবৃত্ত এলাকায় তুষারঝড়ের সৃষ্টি হয়।


(iii) নিরক্ষরেখা থেকে যতদূরে যাওয়া যায় কৌণিক ভরবেগের সংরক্ষণের জন্য বায়ুপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায়। তাই মেরুবায়ুর গতিবেগ বাকি দুটি বায়ুর তুলনায় অধিক (আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু)।


(iv) দুই প্রকার মেরুবায়ু উভয় গোলার্ধে পূর্ব দিক থেকে আসে বলে তাদের আবার পুবালি বায়ুও বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01