welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রবাহপথ (Path of Tropical cyclone) :

ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রবাহপথ (Path of Tropical cyclone) :


উৎসস্থল থেকে ক্রান্তীয় ঘূর্ণবাত উত্তর গোলার্ধে সাধারণত পশ্চিম অথবা উত্তর-পশ্চিমমুখী হয়ে প্রবাহিত হয়। 



উত্তর গোলার্ধ (ঘড়ির কাঁটার বিপরীতে আবর্ত সৃষ্টি)


দক্ষিণ গোলার্ধে এর অভিমুখ সম্পূর্ণ বিপরীত হয়।



দক্ষিণ গোলার্ধ (ঘড়ির কাটার দিকে আবর্ত সৃষ্টি)


র গতিবেগ খুবই মন্থর-গড়ে ঘণ্টায় 20 কিমি। কখনো কখনো এটি গতিরুদ্ধ হয়ে একই স্থানে দাঁড়িয়ে থাকে। ফলে একই স্থানে দুইবার আছড়ে পড়ার সম্ভাবনাও থাকে। জাপান, তাইওয়ান, ফিলিপাইন্সে মাঝেমধ্যেই এই ঘটনা লক্ষ করা যায়। অনেকসময় দুটি ঘূর্ণবাত কাছাকাছি এলে অধিক শক্তিশালী ঘূর্ণবাতটির চারদিকে কম শক্তিশালী ঘূর্ণবাতটি ঘুরতে শুরু করে। একে ফুজিওয়ারা ফল (Fujiwara effect) বলে। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে এলে এটি পশ্চিমা বায়ুর প্রভাবে ঘূর্ণাবর্তটি পূর্বাভিমুখী হয়ে পড়ে।




একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01