বজ্রঝড়ের সৃষ্টি ও বিকাশ (Origin and development of Thunderstorm) :
সাধারণত উন্নতার স্থানীয় পার্থক্যের কারণে ভূপৃষ্ঠসংলগ্ন বায়ু ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। ফলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু ছুটে এসে ওই স্থান দখল করলে উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে সেটিও উয় হয়ে ঊর্ধ্বমুখী হয়। এভাবে স্বল্প অঞ্চল জুড়ে একটি অত্যন্ত সক্রিয় পরিচলন কোশের (Convective Cell) সৃষ্টি হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের উয়তা ও ঊর্ধ্ব বায়ুমণ্ডলের উন্নতার মধ্যে পার্থক্য অনেকটা হওয়ায় চরম বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতার সৃষ্টি হয় এবং দ্রুত অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় শীতলীভবন ও ঘনীভবনের ফলে লীনতাপের কারণে কিউমুলোনিম্বাস মেঘের বিকাশ ঘটে। এর ফলেই বজ্রঝড় বা বজ্রঝঞ্ঝার সৃষ্টি হয়।