welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারত মহাসাগর অঞ্চলে ঘূর্ণবাতের নামকরণ (Naming of Cyclones in Indian Ocean):

ভারত মহাসাগর অঞ্চলে ঘূর্ণবাতের নামকরণ (Naming of Cyclones in Indian Ocean):


ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রথম নামকরণ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। 1953 সালে প্রথম হ্যারিকেনের নামকরণ করা হয়। ওই সময় ঘূর্ণবাতের নামকরণের জন্য ইংরেজি বর্ণমালা অনুযায়ী ক্রমান্বয়ে পুরুষ ও মহিলাদের নামের একটি তালিকা প্রস্তুত করা হয়। 60-এর দশক থেকে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চল বাদে পৃথিবীর সমস্ত অঞ্চলের ক্রান্তীয় ঘূর্ণবাতের নামকরণের ক্ষেত্রে এই তালিকাটির ব্যবহার শুরু হয়। 2004 সালে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)-এর উদ্যোগে দক্ষিণ এশিয়ার আটটি দেশের সম্মিলিত প্রয়াসে উত্তর ভারত মহাসাগর তথা আরব ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকা প্রস্তুতির ক্ষেত্রে ৪টি দেশ তাদের পছন্দমতো ৪টি করে নাম প্রস্তাব করে এবং দেশগুলির নামের প্রথম অক্ষরের ক্রম অনুযায়ী প্রতিটি দেশের একটি করে প্রস্তাবিত নাম অন্তর্ভুক্ত করে ৪টি নামের জন্য ৪টি তালিকা (প্রতিটিতে ৪টি করে মোট 64টি নাম) প্রস্তুত করা হয়। 2004 সালের পর থেকে উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া প্রতিটি ঝড়ের নামকরণ ওই তালিকা থেকে স্তম্ভ অনুযায়ী পরপর রাখা হয়। প্রথম স্তম্ভের স্বামOMA হলে দ্বিতীয়টি ধরা হয়, এভাবে পরপর নামকরণ করা হয়। তবে ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ 34 নট ছাড়ালে অর্থাৎ গোলযোগটি Cyclonic Storm-এর তকমা পেলে তবেই এর নামকরণ করা হয়ে থাকে। 2004 সালে প্রকাশিত তালিকাটির সর্বশেষ নামাঙ্কিত ঘূর্ণবাত উমপুন অতি সম্প্রতি 2020 সালের 20 মে দুপুর 2:30 মিনিটে সাগর দ্বীপে আছড়ে পড়ে এবং বিকাল 4:30 নাগাদ ঝড়ের চক্ষুটি স্থলভাগে প্রবেশ করে। উমপুন নামটি থাইল্যান্ড-এর দেওয়া। নীচে এদের নামকরণের তালিকাটি উল্লেখ করা হল (তালিকা-1)- উমপুন পরবর্তী ঘূর্ণবাতের নামকরণের জন্য IMD 2020 সালের ২৪ এপ্রিল দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে। এই তালিকা প্রস্তুতিতে নতুন করে আরও 5টি দেশ যুক্ত হয়। এই তালিকাটিতে 13টি দেশ 13টি করে ঘূর্ণবাতের নামকরণ করে। এভাবে মোট (13 × 13) = 169টি ঘূর্ণবাতের নাম তালিকাটি থেকে পাওয়া যায়। এই তালিকার প্রথম নামটি নিসর্গ যা 2020 সালের 3 জুন ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের আলিবাগে আছড়ে পড়ে


তালিকা: 1 উত্তর ভারত মহাসাগরের সৃষ্ট সাইক্লোন এর প্রস্তাবিত নাম

তালিকা: 2 উত্তর ভারত মহাসাগরের সৃষ্ট সাইক্লোনের প্রস্তাবিত নাম


        ভারতের কয়েকটি ভয়ংকর ঝড়ের তালিকা





                       Complete by piter 








একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01