welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিদ্যুতের ঝলক সৃষ্টি (Lightning stroke) :

বিদ্যুতের ঝলক সৃষ্টি (Lightning stroke) :


(ক) মেঘ থেকে মেঘে (Cloud to cloud):

এক মেঘ থেকে অন্য মেঘের দিকে বিদ্যুতের ঝলক সৃষ্টি সবচেয়ে বেশি লক্ষ করা যায়। এক্ষেত্রে একমেঘের ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত নিম্নভাগ ও অন্য মেঘের ধনাত্মক তড়িৎ আধানযুক্ত ওপরের অংশ কাছাকাছি চলে এলে বিদ্যুৎপ্রবাহের কারণে ঝলক সৃষ্টি হয়।


মেঘ থেকে মেঘ ও ভূপৃষ্ঠের দিকে বিদ্যুৎ প্রবাহ ও ঝলক সৃষ্টি


(খ) মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে (Cloud to ground):

মেঘের তলদেশীয় অংশ ঋণাত্মক তড়িৎগ্রস্ত হওয়ার কারণে মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে তড়িৎপ্রবাহ ও বিদ্যুতের ঝলক সৃষ্টির জন্য ভূপৃষ্ঠে ধনাত্মক তড়িৎগ্রস্ত হতে হবে। ভূপৃষ্ঠে উপস্থিত অধিক ঘনত্বের বস্তু, যেমন উদ্ভিদ, কংক্রিটের বহুতল বাড়ি, ইলেকট্রিক পোল ইত্যাদিতে স্থির তড়িৎগ্রুপে ধনাত্মক আয়ন জমা থাকে। যখনই মেঘ ও ভূপৃষ্ঠে অবস্থিত উপাদানগুলির মধ্যে সঞ্চিত আয়নের পার্থক্য একটি সংকটমাত্রা অতিক্রম করে তখনই বিদ্যুতের ঝলক মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে প্রবাহিত হয়। তবে বিদ্যুতের ঝলক একমাত্র বজ্রগর্ভ মেঘ থেকেই হওয়া সম্ভব। কারণ এই মেঘেই তড়িৎগ্রস্ত উপাদানগুলি স্বতন্ত্র অঞ্চল তৈরি করে। শুষ্ক বায়ুতে তড়িৎগ্রস্ত কণাগুলির উত্তম মিশ্রণ থাকে বলে এটি এশম হয়ে তড়িতের কুপরিবাহী হয়ে পড়ে। বজ্রগর্ভ মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে তড়িৎপ্রবাহ তখনই সম্ভব যখন স্থানীয় তড়িৎ বিভবের পরিমাণ (Localized electric potential gradient) প্রতিমিটারে 3 মিলিয়ন ভোল্ট অতিক্রম করে। এই পরিস্থিতিতে মেঘের তলদেশ থেকে ভূপৃষ্ঠের দিকে একনাগাড়ে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়। এই নির্গমন প্রক্রিয়াতে এক 1 সেকেন্ডের 50,000,000 ভাগ সময়ের মধ্যে ইলেকট্রনগুলি 50 থেকে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সমর্থ হয়। এটি এতটাই দ্রুত ঘটে যে মানুষের চোখে ধরা পড়ে না। ইলেকট্রনগুলি ভূপৃষ্ঠে পৌঁছানো মাত্রই তড়িৎ বিভব আরও বৃদ্ধি পায় এবং ভূপৃষ্ঠ থেকে ধনাত্বক আয়নগুলি মেঘের দিকে প্রবাহিত হতে শুরু করে। ধনাত্মক ও ঋণাত্মক আয়নের এই প্রবাহ এক সেকেন্ডের 10,000 ভাগের একভাগ সময়ের মধ্যে ঘটে যাওয়ায় এই প্রবাহ মানুষের চোখে ধরা পড়ে না, কেবলমাত্র বিদ্যুতের ঝলকই অনুভব করতে পারে।






মেঘে ধনাত্মক আয়ন (ইলেকট্রন)
 এবং ভূপৃষ্ঠে ধনাত্মক আয়নের সমাবেশ



মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে ইলেকট্রনের প্রবাহ



ভূপৃষ্ঠ থেকে মেঘের দিকে ধনাত্মক আয়নের প্রবাহ

             চিত্র : মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে আয়ন বিনিময়


(গ) মেঘ থেকে বাতাসে (Cloud to air):

 বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের চারদিকের বাতাস বিপরীত তড়িগ্রস্ত হলে মেঘ থেকে বাতাসে তড়িৎ পরিবাহিত হয় ও বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়। এই ধরনের বিদ্যুৎ ঝলক মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে প্রবাহিত ঝলকের মতো উজ্জ্বল ও শক্তিশালী হয় না। মেঘের উপরিভাগের ধনাত্মক আধানযুক্ত পৃষ্ঠের কাছাকাছি ঋণাত্মক আধানযুক্ত বাতাস কিংবা নিম্নভাগের ঋণাত্মক আধানযুক্ত পৃষ্ঠের চারদিকে ধনাত্মক আধানযুক্ত বাতাস অবস্থান করলে তবেই বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01