বায়ুমণ্ডলের স্তরবিন্যাস (Layers of Atmosphere):
আমরা আগেই প্রত্যক্ষ করেছি যে বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের যৌগিক মিশ্রণ। তাই গ্যাসের ধর্ম অনুযায়ী উদ্ভুতার পার্থক্যে বায়ুর চাপ, আয়তন, ঘনত্ব ইত্যাদির পরিবর্তন হয়। আবার, বিভিন্ন গ্যাসের আণবিক ওজন ভিন্ন ভিন্ন। যেহেতু (g=MM²) হ্রাস ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধিতে মাধ্যাকর্ষণ শক্তি (g= হ্রাস পায়, তাই কম আণবিক ওজন বিশিষ্ট গ্যাসগুলি
বায়ুমণ্ডলের ওপরের স্তরগুলিতে সংঘবদ্ধ হওয়ার প্রবণতা দেখা যায়। উপরন্তু আগত সূর্যরশ্মির তড়িৎচুম্বকীয় ধর্মের জন্য বিভিন্ন গ্যাসীয় পরমাণু আয়নিত হয়ে নানা প্রকারে রাসায়নিক বিশ্লেষণ ঘটায়। এই সমস্ত কারণে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত কতকগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে একাধিক স্তরে বিন্যস্ত করা যায়। যেমন-
1. উপাদান বা রাসায়নিক গঠন অনুসারে স্তরবিন্যাস (Division of atmospheric layer based on chemical composition),
2. উন্নতার তারতম্য অনুসারে স্তরবিন্যাস (Division of atmospheric layer based on temperature difference),
3. রাসায়নিক বিক্রিয়া অনুসারে স্তরবিন্যাস (Division of layer based on chemical reaction),
4. সৌর বিকিরণের প্রভাবে আয়নিতকরণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করে স্তরবিন্যাস (Classification based on lonisation produc
ed by solar radiation)।