welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

দৈনিক আবহাওয়ার ওপর বায়ুমণ্ডলের স্থিতিশীলতা ও অস্থিতিশীলতার প্রভাব (Impact of atmospheric stability and instability on Daily weather) :

দৈনিক আবহাওয়ার ওপর বায়ুমণ্ডলের স্থিতিশীলতা ও অস্থিতিশীলতার প্রভাব (Impact of atmospheric stability and instability on Daily weather) :


দৈনন্দিন আবহাওয়ার পরিবর্তনে বায়ুর স্থৈতিক অবস্থা বিশেষভাবে দায়ী। স্থিতিশীলতার কারণে বায়ুর ঊর্ধ্বমুখী সঞ্চলন স্তব্ধ হয়ে যায়। তাই মেঘ সৃষ্টি হয় না। বলপ্রয়োগের মাধ্যমে স্থিতিশীল বাতাস কিছুটা ওপরে উঠলেও তেমনভাবে  আকাশে মেঘ সঞ্চারিত হয় না। ফলে বৃষ্টিপাতও তেমন হয় না।বায়ুমণ্ডলে উন্নতার বৈপরীত্য স্থিতিশীল বায়ুপুঞ্জের অস্তিত্বেরই সূচক। উন্নতার বৈপরীত্যের কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অপেক্ষাকৃতভাবে শীতল ও ভারী হয়। তাই বায়ুমণ্ডলের নীচের স্তরে বায়ুদূষকের কেন্দ্রীভবন ঘটে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে ঘন ও গভীর কুয়াশার অবস্থান বায়ুর স্থিতিশীলতাকে নির্দেশ করে।প্লবনশীল বায়ুপুঞ্জের ঊর্ধ্বমুখী সঞ্চলনের ফলে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। বজ্রঝঞ্ঝাসহ বৃষ্টিপাত হয়। বায়ু চঞ্চল হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01