মেঘে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণ (Electrification of Clouds) :
বজ্রগর্ভ মেঘে তড়িৎপ্রবাহের কারণ নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল আবহবিদের মতে, মেঘে উপস্থিত তুষারকণা ও বরফকুঁচিগুলি (ice particles and hailstones) নীচের দিকে নামার সময় যখন অতিসম্পৃক্ত জলকণা ও বরফকেলাসের (supercooled droplets and ice crystals) স্তরকে অতিক্রম করে তখনই পরস্পরের মধ্যে সংঘর্ষের কারণে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়।
বরফকেলাস ও বরফ কুচির মধ্যে তড়িৎ এর আদান প্রদান |
অতিসম্পৃক্ত জলকণাগুলি বরফকুঁচির সংস্পর্শে আসা মাত্রই ঘনীভূত হয়ে বরফকেলাসে পরিণত হয় এবং লীনতাপ ত্যাগ করে। ফলে বরফকুঁচির ওপরের পৃষ্ঠের তাপমাত্রা (surface tempera-ture) পার্শ্ববর্তী বরফকেলাসগুলির তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়। বরফকুঁচি যখনই অপেক্ষাকৃত শীতল বরফকেলাসের সংস্পর্শে আসে তখন নিয়ম অনুযায়ী উয় বস্তু থেকে ধনাত্মক আয়নগুলি শীতল বস্তুতে স্থানান্তরিত হতে শুরু করে। ফলস্বরূপ বরফকুঁচি ধনাত্মক আয়ন ত্যাগ করায় ঋণাত্মক তড়িৎগ্রস্ত (Negetively charged) হয়ে পড়ে এবং বরফকেলাসগুলি ধনাত্মক আয়ন গ্রহণ করায় ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে।
ধনাত্মক ও ঋণাত্মক আয়নের অবস্থান |
বরফকুঁচিগুলির সঙ্গে সংঘর্ষের সময় ছোটো ছোটো অতিসম্পৃক্ত জলকণাগুলি বরফকেলাসে পরিণত হওয়ার সময় একই পদ্ধতিতে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় এবং ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সৃষ্টি করে যা হালকা হওয়ায় মেঘের ওপরের স্তরে উঠে আসতে থাকে। এভাবে মেঘের ওপরের স্তরে অপেক্ষাকৃত শীতল অংশে ধনাত্মক তড়িৎগ্রস্ত উপাদানের সমন্বয় ঘটতে থাকে। অন্যদিকে বরফকুঁচিগুলি ভারী হওয়ায় মেঘের মাঝের ও নীচের দিকের স্তরে অবস্থান করে এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত উপাদানের পরিমাণ বাড়িয়ে তোলে
অন্য একদল আবহবিজ্ঞানীর মতে, ছোটো ছোটো জলদকণা এবং বড়ো বৃষ্টিবিন্দুর (tiny cloud droplets and large precipitation particles) মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলি বিভাজিত হয়ে আলাদা আলাদা তড়িৎগ্রস্ত অঞ্চল তৈরি করে। যখন বড়ো বড়ো বৃষ্টিবিন্দুগুলি নিম্নমুখী হয় তখন ছোটো ছোটো জলদকণার সঙ্গে সংঘর্ষের ফলে আয়নের আদানপ্রদান হয়। এর ফলে বৃষ্টিবিন্দুগুলি ঋণাত্মক আধান বিশিষ্ট এবং জলদকণাগুলি ধনাত্মক আধানযুক্ত হয়ে পড়ে। জলদকণাগুলি হালকা হওয়ায় মেঘের ওপরের স্তরে চলে এসে ধনাত্মক তড়িৎগ্রস্ত অঞ্চলের সৃষ্টি করে এবং বৃষ্টিবিন্দুগুলি ভারী হওয়ায় মেঘের নীচের স্তরে থেকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অঞ্চলের সৃষ্টি করে। এভাবে বজ্রগর্ভ মেঘ দুটি স্বতন্ত্র তড়িৎগ্রস্ত অঞ্চলে বিভক্ত হয়ে গিয়ে ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত অঞ্চলের মধ্যে তড়িৎ প্রবাহ শুরু হয়।