welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

তাপমাত্রার অনুভূমিক বণ্টনের ঋতুভিত্তিক বৈচিত্র্য (Diversity in Horizontal distri- bution of Seasonal Temperature):

তাপমাত্রার অনুভূমিক বণ্টনের ঋতুভিত্তিক বৈচিত্র্য (Diversity in Horizontal distri- bution of Seasonal Temperature):


সূর্যের আপাত বার্ষিক গতির কারণে পৃথিবী জুড়ে সারাবছর ধরে তাপমাত্রার বণ্টন একইরকম হয় না। তাই সমোয়রেখার বণ্টনও সারাবছর ধরে একই থাকে না। সূর্যের দক্ষিণায়নের কারণে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে শীত ঋতুর ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের প্রভাব সর্বাধিক হওয়ায় এবং উত্তরায়ণের কারণে জুলাই মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্ম ও দক্ষিণ গোলার্ধে শীতের প্রাধান্য সবচেয়ে বেশি থাকায় এই দুই মাসে সমোম্নরেখার বিন্যাস লক্ষ করলে উয়তার অনুভূমিক বণ্টন সম্বন্ধে ধারণা পাওয়া যায়।


(ক) জানুয়ারি মাসে উত্তাপের বণ্টন (Temperature distribution in January):



(i) জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে মহাদেশের ওপর সমোয়রেখাগুলি আঁকাবাঁকাভাবে প্রসারিত হয়। এখানে মহাদেশের ব্যাপ্তি অনেকটা বেশি হওয়ায় ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের কারণে তাপের দ্রুত পরিবর্তন লক্ষ করা যায়। এর প্রভাবে সমোম্নরেখাগুলির পারস্পরিক দূরত্ব কমে যায়, ফলে সমোয়রেখার সংখ্যা বেশি হয়। সমোম্নরেখাগুলি যখনই মহাদেশ (স্থলভাগ) পেরিয়ে জলভাগে প্রবেশ করে তখন অনেকটা বাঁক নেয়। তুলনামূলকভাবে দক্ষিণ গোলার্ধে জলভাগের বিস্তার বেশি হওয়ায় তাপমাত্রার পার্থক্য খুব একটা লক্ষ করা যায় না বলে সমোন্নরেখাগুলি পরস্পরের সঙ্গে সমান্তরালে ও অধিক দূরত্বে অবস্থান করে।


(ii) উত্তর গোলার্ধে শীতল মেরুদেশীয় বায়ুর প্রভাব বেশি থাকায় প্রায় নিম্ন অক্ষাংশ পর্যন্ত তাপমাত্রা শীতল থাকে। তাই নিম্ন অক্ষাংশে সমোন্নরেখাগুলি অনেকটা নিরক্ষরেখার দিকে বেঁকে যায়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এবং তাপগ্রহণ ও বিকিরণে স্থলভাগের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন হওয়ায় জলভাগের ওপর সমোম্নরেখাগুলি উত্তর দিকে বাঁক নেয়।


(iii) এই সময় উত্তর গোলার্ধের মহাদেশগুলি শীতলতর এবং মহাসাগরগুলি উন্নতর হয়। সর্বনিম্ন তাপমাত্রা সাইবেরিয়ার উত্তর-পূর্ব প্রান্তে রেকর্ড করা হয়।


(iv) উত্তাপ গ্রহণ ও বর্জনে স্থলভাগ ও জলভাগের বৈষম্যমূলক আচরণের জন্য জানুয়ারি মাসে সমোন্নরেখাগুলি স্থলভাগের ওপর নিরক্ষরেখার দিকে এবং জলভাগের ওপর মেরু অঞ্চলের দিকে বেঁকে যায়।


(v) জানুয়ারি মাসে তাপবিষুব রেখাটি নিরক্ষরেখার দক্ষিণে অবস্থান করে।


(vi) জানুয়ারি মাসে সর্বনিম্ন উন্নতা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বিশাল ভূভাগের ওপর অবস্থান করে।


(খ) জুলাই মাসে তাপের অনুভূমিক বণ্টন (Temperature distribution in July) :


(i) জুলাই মাসে সমোন্নরেখাগুলি উত্তর গোলার্ধে অনেকটাই আঁকাবাঁকা পথে প্রসারিত হয়। কারণ সূর্যের উত্তরায়ণের ফলে উত্তর গোলার্ধ অধিক পরিমাণে সৌররশ্মি পায় কিন্তু স্থলভাগ ও জলভাগের উত্তাপ গ্রহণ ও বর্জনে বৈষম্যমূলক আচরণের জন্য সমোয়রেখাগুলি স্থলভাগের ওপর মেরু অঞ্চলের দিকে এবং জলভাগের ওপর নিরক্ষীয় অঞ্চলের দিকে বেঁকে যায়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে সমোম্নরেখাগুলি খুবই নিয়মিত এবং প্রায় সোজাপথে প্রসারিত হয়।


(ii) উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে সমোম্নরেখাগুলি কাছাকাছি অবস্থান করে। এর থেকে বোঝা যায় দক্ষিণ গোলার্ধে তাপমাত্রার পার্থক্য অনেকটাই বেশি।


(iii) জুলাই মাসের সর্বোচ্চ উন্নতা উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিশাল ভূ-ভাগের ওপর দেখা যায়।


(iv) সূর্যের উত্তরায়ণের কারণে তাপবিষুব রেখাটি উত্তর গোলার্ধে অবস্থান করে।


(v) জুলাই মাসে পূর্ব সাইবেরিয়া থেকে নিম্ন তাপমাত্রার বলয়টি অপসারিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01