জুলাই মাসে বায়ুচাপের বণ্টন (Distribution of atmospheric pressure in the month of July):
জুলাই মাসটি উত্তর গোলার্ধে গ্রীষ্মঋতুর মধ্যকাল। এই সময় সূর্যরশ্মি নিরক্ষরেখার উত্তরে লম্বভাবে পতিত হয়। এর ফলে বায়ুচাপবলয়ের নিম্নলিখিত পরিবর্তনগুলি দেখা যায় -
(i) তাপবিষুব রেখাটি এই সময় নিরক্ষরেখার উত্তরে চলে আসায় নিরক্ষীয় নিম্নচাপ বলয়টিও নিরক্ষরেখার উত্তরে মোটামুটি 10°-20° অক্ষাংশের মধ্যে অবস্থান করে। এশিয়া মহাদেশের দক্ষিণাংশ থেকে মধ্যভাগের উত্তরাংশ পর্যন্ত বিশাল অঞ্চলে নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয়। এ ছাড়া উত্তর আফ্রিকার মধ্যভাগে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো ও গ্রেটবেসিন অঞ্চলে আরও দুটি নিম্নচাপ কক্ষ সৃষ্টি হতে দেখা যায়। তবে উত্তর-পশ্চিম ভারতের ওপর সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি সর্বাধিক আধিপত্য বিস্তার করে।
(ii)
(a) দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়টি এই সময় মোটামুটি নিরবচ্ছিন্ন বলয়ের আকারে অবস্থান করে। তবে, জল ও স্থলভাগের অসম বণ্টনের জন্য এর মাঝে একাধিক ছোটো ছোটো উচ্চচাপ কক্ষের সৃষ্টি হয়। এই সময় অস্ট্রেলিয়ার ওপরও একটি শক্তিশালী উচ্চচাপ কক্ষের সৃষ্টি হতে দেখা যায়। উত্তর গোলার্ধে স্থলভাগের বিস্তার অধিক হওয়ায় উপক্রান্তীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক
(b) মহাসাগরের ওপর দুটি শক্তিশালী উচ্চচাপ কক্ষ সৃষ্টি হতে দেখা যায়। এই দুই উচ্চচাপ কক্ষ হল-হাওয়াই দ্বীপপুঞ্জের উচ্চচাপ কক্ষ এবং আজোরেস-বারমুডা উচ্চচাপ কক্ষ।
(iii)
(a) দক্ষিণ গোলার্ধে মেরুবৃত্তীয় অঞ্চলে জানুয়ারি মাসের মতো জুলাই মাসেও নিরবচ্ছিন্ন নিম্নচাপের পরিবৃত্ত বলয় লক্ষ করা যায়।
(b) কিন্তু জুলাই মাসে উত্তর গোলার্ধে মেরুবৃত্ত প্রদেশে বায়ুচাপের এক বিশেষ অবস্থার সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে স্থলভাগ জলভাগের তুলনায় বেশি এবং মহাদেশগুলি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত পর্যন্ত বিস্তৃত হয়। তাই সমপ্রকৃতির উদ্বুতার বণ্টনজনিত কারণে স্থলভাগের ওপর আর নিরক্ষীয় অঞ্চলে ও মেরুবৃত্ত অঞ্চলে আলাদা করে নিম্নচাপের কক্ষ তৈরি না হয়ে দুই অঞ্চলের নিম্নচাপ বলয় মিশে গিয়ে একটানা মহাবলয়ের সৃষ্টি হয়। এই নিম্নচাপ বলয়টি তুলনামূলক দুর্বল প্রকৃতির হয়। এই নিম্নচাপ মহাবলয়ের মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জের উচ্চচাপ ও আজোরেস-বারমুডা উচ্চচাপ কক্ষ দুটি যেন দ্বীপের মতো জেগে আছে বলে প্রতীয়মান হয়।