জানুয়ারি মাসের বায়ুচাপের বণ্টন (Distribution of atmospheric pressure in the month of January) :
এই সময়টি দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মঋতুর মধ্যকাল। মধ্যাহ্নে সূর্যরশ্মি নিরক্ষরেখার দক্ষিণেই লম্বভাবে পতিত হয়। এর ফলে বায়ুচাপ বলয়ের নিম্নলিখিত পরিবর্তনগুলি লক্ষ করা যায় -
(i) তাপবিষুব (Heat equator) রেখাটি নিরক্ষরেখার দক্ষিণে অবস্থান করায় নিরক্ষীয় নিম্নচাপ দ্রোণী (Equatorial trough of low pressure)টি নিরক্ষরেখা থেকে একেবারে দক্ষিণে সরে যায়। এই নিরক্ষীয় নিম্নচাপ দ্রোণীটির মধ্যে গভীর তিনটি নিম্নচাপ কক্ষ লক্ষ করা যায়। এই তিনটি কক্ষ দক্ষিণ আমেরিকায়, আফ্রিকার দক্ষিণাংশে এবং নিউগিনিসহ অস্ট্রেলিয়ার উত্তরাংশে বিস্তার লাভ করে।
(ii) দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়টি (Sub-tropical high pressure belt) 30°-40° সমাক্ষরেখার মধ্যে অবস্থান করে। এই চাপবলয়ের মধ্যে 1020 মিলিবার সমচাপরেখা দ্বারা বেষ্টিত তিনটি উচ্চচাপ কেন্দ্র দেখা যায়। সবগুলি প্রধানত মহাদেশগুলির দক্ষিণভাগের পশ্চিমাংশে অবস্থিত।
(iii) উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়টি (Sub-tropical high pressure belt) একেবারে উত্তর দিকে বিশেষত ইউরোপ ও এশিয়ার মধ্যভাগে এক বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করে। তবে এই বলয়টি বিচ্ছিন্নভাবে অবস্থান না করে একটানা বলয়ের আকারে অবস্থান করে। সাইবেরিয়ার উত্তর-পূর্বাংশে বায়ুচাপ সর্বাধিক লক্ষ করা যায়। তাই এই অঞ্চলটি পৃথিবীর শীতলতম স্থানে পরিণত হয়েছে।
(iv) দক্ষিণ গোলার্ধের মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়টি (Sub-polar low pressure belt) মেরুবৃত্তের একটু দক্ষিণে অবস্থান করে। এই অঞ্চলে কোনো স্থলভাগ না থাকায় নিম্নচাপটি মেরু অঞ্চলের চারদিকে একটানা পরিবৃত্ত বলয়ের সৃষ্টি করে।
(v) উত্তর গোলার্ধে জলভাগের তুলনায় স্থলভাগের বিস্তার অধিক হওয়ায় মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়টি দুটি বিচ্ছিন্ন সামুদ্রিক বায়ুচাপ কক্ষরূপে অবস্থান করে। এই দুটি কক্ষের মধ্যে একটি হল অ্যালুশিয়ান নিম্নচাপ কক্ষ যা প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থান করে এবং অপরটি আইসল্যান্ডের নিম্নচাপ কক্ষ যা আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থান করে।