welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

রিমোট সেন্সিং ব্যবস্থার অসুবিধা (Disadvantages of Remote Sensing)

 রিমোট সেন্সিং ব্যবস্থার অসুবিধা (Disadvantages of Remote Sensing) :

Remote Sensing ব্যবস্থার অনেক সুবিধা থাকা সত্ত্বেও এর সঙ্গেই Remote Sensing ব্যবস্থার কতকগুলি অসুবিধ জড়িত। Remote Sensing ব্যবস্থার অসুবিধাগুলি হল-

(i) Remote Sensing ব্যবস্থার মাধ্যমে মহাকাশ থেকে বৃহৎ অঞ্চলের ছবি একসঙ্গে তোলা হয় বলে ওই বৃহৎ অঞ্চলের যে খুব ছোট ছোট বৈশিষ্ট্য থাকে সেগুলো সম্বন্ধে আমরা সঠিক ধারণা পাই না।

(ii) Remote Sensing সরাসরি কোন বস্তুর ছবি তুলতে পারে না। মহাকাশ থেকে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বস্তুটি যেমন দৃশ্যমান হয় তার ছবি তেমনি ওঠে। ফলে ছবি তোলা সবসময় সঠিক হয় না।

(iii) Remote Sensing দ্বারা প্রাপ্ত Image গুলি Geomatrically ঠিক করা হয় এবং Georeferenced করা হয় মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে যা খুবই কষ্টসাধ্য বিষয়।

(iv) একই প্রকার দেখতে দুটি বস্তু পৃথকভাবে চিহ্নিত করা বা ব্যাখ্যা করা Remote Sensing ব্যবস্থার দ্বারা অনেক সময় অসুবিধা হয়ে ওঠে।

 (v) Remote Sensing এ বায়বচিত্র Streovision পাওয়া সম্ভব হলেও উপগ্রহ চিত্রে Streovision পাওয়া যায় না।

(vi) প্রাথমিক অবস্থায় Remote Sensing ব্যবস্থা তৈরী করতে, প্রযুক্তি ব্যবহার করতে, Satellite তৈরী এবং তার প্রতিস্থাপন ইত্যাদি কাজে প্রচুর টাকা ব্যয় হয়।

(vii) মেঘাচ্ছন্নতা ও অন্যান্য বায়ুমণ্ডলীয় প্রতিবন্ধকতাকে Micro-wave Sensor সম্পূর্ণ এড়াতে পারে না।

(viii) Satellite Image-এর স্থানিক বিভেদন (Spatial Resolution) খুব বেশী হবার জন্য কোন ছোট স্থানের মানচিত্রকরণ বা ছোট কোন বস্তু ওই স্থান থেকে আলাদা করে পরিস্কারভাবে পাওয়া যায় না।


যেমন- কোন একটি Satellite Image-এর স্থানিক বিভেদন 30m যেখানে একটি Pixel 30m স্থানের ছবি সংগ্রহ করে এবং ওই স্থানের মধ্যে যে বস্তুর পরিমাণ রয়েছে ওই Pixel সেই বস্তুই নির্দেশ করে। কিন্তু ওই Pixel মধ্যস্থ ক্ষুদ্র বৈশিষ্ট্যগুলি চাপা পড়ে যায় যার কোন তথ্য পাওয়া Remote Sensing এর দ্বারা সম্ভব হয় না। সেই জন্য Ground Trouthing প্রয়োজন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01