welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কনভেয়ার বেল্ট মডেল (Conveyor Belt Model):

কনভেয়ার বেল্ট মডেল (Conveyor Belt Model):


নাতিশীতোয় অঞ্চলে ঘূর্ণবাতের উৎপত্তি ও বিকাশ প্রসঙ্গে Conveyor Belt Modelটি আরও একটি জনপ্রিয় নাতিশীতোয় ঘূর্ণবাতের মডেল। এই মডেল অনুযায়ী, সীমান্ত অঞ্চলে তিনটি পরিবাহক বন্ধনী (Conveyor belt) -এর অস্তিত্ব লক্ষ করা যায় যা বায়ুর ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী প্রবাহ ঘটায়। মানুষ যেমন সিঁড়ির সাহায্যে একটি তল থেকে অন্যতলে ওঠানামা করে, ঠিক তেমনভাবে এই বলয়গুলি (Conveyor belts) বায়ুকে সীমান্ত বরাবর নীচ থেকে ওপরের দিকে এবং ওপর থেকে নীচের দিকে নামিয়ে আনে। Converyor belt মডেল অনুযায়ী উয় বায়ুর স্রোত (warm air stream) সৃষ্টি হয় শীতল সীমান্তের ঠিক আগেই উয় বায়ুর দিকে। এই বায়ুস্রোতটি উয় সীমান্তের খাড়া ঢাল বরাবর উত্তর অভিমুখে অত্যন্ত ধীরগতিতে ওপরের দিকে উঠতে থাকে। এই বলয়টিকে উদ্বু পরিবাহক বলয় (Warm conveyor belt) বলে। এই বলয়ের ঠিক নীচেই শীতল বায়ুর পরিবাহক বলয় (Cold Conveyor belt) অবস্থান করে। তাই উষু বায়ুটি শীতল বায়ুর সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে পড়ে মেঘ তৈরি করে বলে উয় সীমান্ত বরাবর প্রচুর বৃষ্টিপাত লক্ষ করা যায়। ওপরের বায়ুমণ্ডলীয় স্তরে এই উদ্বু পরিবাহক বলয়টি (warm conveyor belt) ক্রমশ উত্তর-পূর্ব অভিমুখে অগ্রসর হতে থাকে।


উষ্ণ পরিবাহক বলয়ের ঠিক নীচেই অপেক্ষাকৃত শুষ্ক শীতল বায়ুর পরিবাহক বলয়টি (Cold Conveyor Belt) পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়। কিন্তু এই বলয়টি উষুসীমান্তের ঠিক নীচ দিয়ে অগ্রসর হয় বলে ভূপৃষ্ঠের আর্দ্রতা লাভ করে আর্দ্র (moist) হয়ে পড়ে। এই শীতল বলয়টি ভূপৃষ্ঠের নিম্নচাপ কেন্দ্রের খুব কাছে চলে এলে বাঁক নিয়ে উপরের দিকে উঠতে বাধ্য হয় এবং ধীরে ধীরে ঊর্ধ্বমুখী উয় বলয়ের প্রভাবে বলয়টি আরও ওপরের দিকে এবং ক্রমশ উত্তরের দিকে সরতে থাকে। এর ফলে এই শীতল ও ঘনীভূত বলয়টি আরও শীতল হওয়ার সুযোগ পায় বলে মাঝেমধ্যেই প্রবল তুষারপাত ঘটায়। নিম্নচাপের প্রভাবে ওপরের দিকে উঠতে থাকা বলয়টি সমচাপরেখার সাপেক্ষে জিওস্ট্রফিক ভারসাম্য বজায় রেখে ঘড়ির কাঁটার বিপরীতে প্রথমে দক্ষিণ ও পরে দক্ষিণ-পূর্বে বেঁকে ক্রমশ ট্রপোপজের কাছাকাছি উঠে আসে। ওপর থেকে দেখলে এই বলয়টি ',' চিহ্নের ন্যায় দেখতে লাগে



কনভেয়ার বেল্ট মডেল

তৃতীয় ও শেষ পরিবাহক বলয়টি (Con- veyor belt) আসে উত্তর-পশ্চিম দিক থেকে। এই বলয়টি বায়ুমণ্ডলের ওপরের স্তর দিয়ে আসে বলে অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। তাই এই বলয়টির নাম শুষ্ক পরিবাহক বলয় (Dry conveyor belt model)। এই বলয়টি শীতল সীমান্তের ঢাল দিয়ে ধীরে ধীরে নীচের দিকে ভূপৃষ্ঠের কাছে নামতে থাকে। শুষ্ক প্রকৃতির হওয়ায় এই সীমান্ত বরাবর আবহাওয়া পরিষ্কার ও গোলযোগহীন থাকে। তবে এই বায়ু মাঝেমধ্যেই শীতল ঝোড়ো হাওয়ার সৃষ্টি করে। এভাবে এই তিনটি পরিবাহক বলয় বা বন্ধনী (Conveyor belts) নাতিশীতোয় অঞ্চলে মেরু সীমান্তের ওপর ঘূর্ণবাতকে সচল রাখে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01