অঞ্চলের ধারণা(Concept of Region)
অঞ্চলের ধারণাটিকে শুধু এককথায় উপস্থাপন করা অত্যন্ত দুরুহ একটি বিষয়। কারণ, সমগ্র ভূগোল শাস্ত্রে যে অঞ্চলের কথা আমরা জেনে এসেছি, তাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে, বিভিন্ন মাত্রায়, এমনকি বিভিন্ন নির্দেশকের পরিপ্রেক্ষিতে দেখা হয়ে থাকে। একজন সাধারণ মানুষের কাছে বিশেষ উদ্দেশ্যসাধনকারী পারিপার্শ্বিক প্রতিটি ভৌগোলিক এলাকাটিই হল একটি অঞ্চল।
সেক্ষেত্রে ভূমিরূপ, জলবায়ু, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ সহ বিভিন্ন প্রাকৃতিক এবং কৃষিকাজ, শিল্প, পরিবহণ, ব্যাবসাবাণিজ্য এমনকি জনবণ্টনের আর্থ-সামাজিক বিষয়গুলিকে মানুষ অঞ্চল নির্ধারণের স্বীকৃত কয়েকটি উপাদান মনে করে। অন্যদিকে, একজন ভৌগোলিকের কাছে অঞ্চল বা অঞ্চল সংক্রান্ত দৃষ্টিভঙ্গি অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং তাৎপর্যবহুল হয়ে থাকে। কারণ, প্রায় সমস্ত ভৌগোলিক মনে করেন, পৃথিবীতে বেশকিছু সমধর্মী ভূখণ্ড (Homogeneous territory) বিদ্যমান, যেখানে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলির স্বকীয় বিন্যাস একটি নির্দিষ্ট কাঠামোয় সুরক্ষিত থাকে। তাই, ভৌগোলিকদের কাছে পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ পৃথক সত্ত্বাবিশিষ্ট প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সমস্ত দৈশিক পরিসরই হল অঞ্চল।