welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ (Classification of Wind)

বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ (Classification of Wind) :

ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের বায়ুপ্রবাহের মধ্যে নানারকম বৈচিত্র্য ও পার্থক্য লক্ষ করা যায়। এরূপ প্রকৃতিগত ও উৎপত্তিগত পার্থক্য অনুযায়ী ভূপৃষ্ঠের বায়ুপ্রবাহগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। যথা- 

(ⅰ) স্থায়ী বায়ুপ্রবাহ বা অপরিবর্তনশীল বায়ুপ্রবাহ বা নিয়ত বায়ুপ্রবাহ (Planetary wind) এবং 

(ii) পরিবর্তনশীল বায়ুপ্রবাহ।

এই পরিবর্তনশীল বায়ুপ্রবাহকে আবার পাঁচটি উপশ্রেণিতে ভাগ করা যায়। যথা-

(a) ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ, 

(b) স্থানীয় বায়ুপ্রবাহ,

 (c) পার্বত্য ও উপত্যকা বায়ুপ্রবাহ,

 (d) স্থলবায়ু ও সমুদ্র বায়ু এবং 

(e) আকস্মিক বায়ুপ্রবাহ 

অন্যভাবে বায়ুপ্রবাহকে আবার তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা-

(i) প্রাথমিক বা সাধারণ বা নিয়ত বায়ুপ্রবাহ-আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু প্রভৃতি।

(ii) গৌণ বায়ুপ্রবাহ-ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, মৌসুমি বায়ুপ্রবাহ প্রভৃতি।

(iii) প্রগৌণ বায়ুপ্রবাহ-স্থানীয় বায়ুসমূহ।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01