welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মেঘের শ্রেণিবিভাগ (Classification of Cloud) :

মেঘের শ্রেণিবিভাগ (Classification of Cloud) :




ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে তাকালে আমরা সাদা, কালো, নীল রঙের বিচিত্র রঙের ও আকৃতির মেঘ দেখতে পাই। এদের আকৃতি, প্রকৃতি এবং রং বিচিত্র হওয়ায় এদের আলোর সঞ্চলন ও প্রতিফলনের ক্ষমতা ভিন্ন প্রকৃতির। 1803 সালে ইংরেজ রসায়নবিদ Luke Howard মেঘের প্রথম একটি বিজ্ঞানসম্মত শ্রেণিবিভাগ করেন। 

1956 সালে World Meteorological Organisa- tion (WMO) যে International Cloud Atlas (আন্তর্জাতিক মেঘ মানচিত্রাবলী) প্রস্তুত করেছে, তাতে 28 প্রকার মেঘ সম্পর্কে উল্লেখ থাকলেও গণ (genus) অনুযায়ী দশটি প্রধান মেঘের নাম তাতে উল্লেখ হয়েছে।

মেঘসমুহের শ্রেণিবিভাগের মূল ভিত্তি হল-

(i) উচ্চতা (altitude) ও (ii) সাধারণ গঠন ও আকৃতি (general form and appearance)।













একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01