পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুপুঞ্জের শ্রেণিবিভাজন (Classification of air mass based on its modification) :
1. তাপগতির পরিবর্তন সম্বন্ধীয় শ্রেণিবিভাজন (Thermodynamic Classification) :
বায়ুপুঞ্জ যখন একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয় তখন প্রবাহপথের প্রকৃতি অনুযায়ী উত্তপ্ত বা শীতল হতে থাকে। ভূপৃষ্ঠ উয় হলে সংলগ্ন বায়ুপুঞ্জটি উত্তাপ গ্রহণ করে ক্রমশ উত্তপ্ত হতে থাকে। আবার, শীতল ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হলে বায়ুপুঞ্জটি শীতল হতে থাকে। যদি বায়ুপুঞ্জটি ক্রমশ উয় হতে থাকে তবে সেটির স্থিতিশীলতা (stability) নষ্ট হয়ে অস্থিতিশীল হয়ে পড়ে। অন্যদিকে যদি শীতল হতে থাকে তবে বায়ুপুঞ্জটি ক্রমশ সুস্থিত (stable) হতে থাকে। বায়ুপুঞ্জের পরিবর্তন আবার ঘনীভবনের ফলে সৃষ্ট লীন তাপের প্রভাবেও ঘটতে পারে। তাই তাপগতির পরিবর্তনের ফলে উক্ত প্রধান চারটি বায়ুপুঞ্জের (cP, mP, cT, mT) যে পরিবর্তন ঘটে তা ইংরেজি দুটি অক্ষরের দ্বারা প্রকাশ করে চারপ্রকার বায়ুপুঞ্জের সঙ্গে যুক্ত করা হয়। এই দুটি অক্ষর হল-'w' এবং 'k'।
(i) যদি বায়ুপুঞ্জটি সংলগ্ন ভূপৃষ্ঠ অপেক্ষা অধিক উয় হয় তখন উক্ত বায়ুপুঞ্জটির নামের সঙ্গে 'w' যুক্ত করা হয়। এভাবে কোনো বায়ুপুঞ্জের নাম যদি mTw হয় তবে তা নির্দেশ করে যে বায়ুপুঞ্জটির উৎপত্তি উপক্রান্তীয় সমুদ্র থেকে হয়েছে এবং এটি নিম্নস্থ ভূপৃষ্ঠ অপেক্ষা অধিক উয় প্রকৃতির।
(ii) অনুরূপে যদি বায়ুপুঞ্জটি তার সংলগ্ন ভূপৃষ্ঠ অপেক্ষা শীতল হয় তখন তার সংকেতের সঙ্গে 'K' যুক্ত করা হয়। এভাবে কোনো বায়ুপুঞ্জের নাম যদি cPk হয় তাহলে তা নির্দেশ করে যে উক্ত বায়ুপুঞ্জটির উৎসস্থল মেরু অঞ্চলের মহাদেশীয় ভূভাগ এবং এটি কোনো উয় ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ, বায়ুপুঞ্জটি নিম্নস্থ ভূপৃষ্ঠ অপেক্ষা অধিক শীতল।
2. যান্ত্রিক পরিবর্তন সম্বন্ধীয় শ্রেণিবিভাজন (Classification based on Mechanical Modification):
বায়ুমণ্ডলে স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতার কারণে বায়ুপুঞ্জের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। একেই যান্ত্রিক পরিবর্তন বলে। বিভিন্ন কারণে এই পরিবর্তন লক্ষ করা যায়। যেমন-
(i) ভূপৃষ্ঠের সঙ্গে বায়ুপুঞ্জের ঘর্ষণের ফলে সৃষ্ট তাপে স্থিতিশীলতা নষ্ট হতে পারে।
(ii) বায়ুপুঞ্জের উল্লম্ব ও অনুভূমিক মিশ্রণে উয়তার পরিবর্তন ঘটে।
(iii) বায়ুপ্রবাহের পথে কোনো সুউচ্চ পাহাড় বা পর্বত থাকলে বায়ুপুঞ্জটি উত্তাপ ও জলীয় বাষ্প সহ ওপরে উঠতে বাধ্য হয়। ফলে দ্রুত অ্যাডিয়াবেটিক পরিবর্তনে (adiabetic change) বায়ু অস্থিতিশীল হয়ে পড়ে।
(iv) ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ঘনীভবনের ফলে সৃষ্ট লীনতাপের প্রভাবে বায়ু অস্থিতিশীল হয়ে পড়ে।
এই ধরনের যান্ত্রিক প্রক্রিয়ায় বায়ুপুঞ্জের যে চরিত্রগত পরিবর্তন লক্ষ করা যায় পিটারসেন অনুযায়ী তা দুটি
ইংরেজি অক্ষরের মাধ্যমে উপস্থাপন করা হয়। যথা- 's' এবং 'u'।
যদি বায়ুপুঞ্জটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সুস্থিত অবস্থায় থাকে তাহলে বায়ুপুঞ্জের নাম ও সংকেতের সঙ্গে 's' যুক্ত করা হয়। অন্যদিকে যদি অস্থিতিশীল অবস্থায় থাকে তবে সংকেতের সঙ্গে 'u' যুক্ত করা হয়। এভাবে তাপগতীয় ও যান্ত্রিক পরিবর্তনের ওপর ভিত্তি করে চারটি প্রাথমিক বায়ুপুঞ্জকে (cP, mP, cT, mT) মোট 16টি শ্রেণিতে বিভক্ত করা যায়। একটি প্রবাহ চিত্রের মাধ্যমে 16 প্রকার বায়ুপুঞ্জ উল্লেখ করা হল।