টর্নেডোর বৈশিষ্ট্য (Characteristics of Tornado):
1. ব্যাস: এক-একটি টর্নেডোর ব্যাস সাধারণত 100 থেকে 500 মিটারের মধ্যে থাকে। তবে এদের গড় ব্যাস 250 মিটার।
2. বায়ুর চাপ: টর্নেডোর কেন্দ্রে বায়ুর চাপ 900 মিলিবারেরও কম থাকে। এর ঠিক বাইরের অংশ থেকে কেন্দ্রের দিকে বায়ুচাপ 100 মিলিবারের মতো কমে আসে। কেন্দ্রে বায়ুর চাপ হঠাৎ 25 মিলিবারের বেশি কমে যেতে দেখা যায়। ফলে টর্নেডো আরও শক্তিশালী হয়ে পড়ে।
3. বায়ুর গতিবেগ: টর্নেডোর কেন্দ্রে বায়ু প্রবলবেগে কুন্ডলীর আকারে ঘুরতে থাকে। বায়ুর গতিবেগ ঘণ্টায় 300-500 কিমি। সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে কখনো কখনো গতিবেগ এর দ্বিগুণও হতে পারে।
4. বায়ুপ্রবাহের দিক: উত্তর গোলার্ধে টর্নেডো ঘড়ির কাঁটার বিপরীতে কুণ্ডলীর আকারে প্রবাহিত হয়। তবে খুবই কম সংখ্যক টর্নেডোতে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হতে দেখা যায়।
5. গঠন ও আকৃতি: টর্নেডো দেখতে অনেকটা ফানেল বা হাতির শুঁড়ের মতো। এর ওপরের দিকটা মোটা এবং ভূপৃষ্ঠের যতই কাছে আসতে থাকে ততই সরু হতে থাকে। ফানেলের ওপরের অংশ কিউমুলোনিম্বাস মেঘের সঙ্গে যুক্ত থাকে।
6. স্থায়িত্ব: এক-একটি টর্নেডো 15-20 মিনিট পর্যন্ত স্থায়ী হয়।
7. প্রভাবিত এলাকা: একটি টর্নেডো গড়ে মাত্র 5-10 কিমি পথ অতিক্রম করে।
৪. ক্ষয় ক্ষমতা: টর্নেডোর ফানেলটি মাটি স্পর্শ করলেই ধ্বংসলীলা শুরু হয়। এটি খুবই স্বল্প পরিসর স্থানেই প্রভাব ফেলে। কিন্তু ঘরবাড়ি, রাস্তাঘাট সমস্ত কিছু নিমেষের মধ্যেই ধূলিসাৎ করে দেয়। গাছপালা ভূমি থেকে উৎপাটিত করে বহু দূরে ছুঁড়ে ফেলে দেয়।